ডিফল্টভাবেই আপনার গোপনীয়তানীতিতে এই অনুমতি দেওয়া আছেঃ
এই সেটিংসগুলো বদলাতে, WhatsApp > সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তায় যান।
লক্ষ্য করুনঃ
- যদি আপনি আপনার সর্বশেষ দেখা গেছে শেয়ার না করেন, তাহলে আপনিও অন্যদের সর্বশেষ দেখা গেছে দেখতে পাবেন না।
- আপনি অনলাইন থাকলে অথবা টাইপিং করলে সেটা লুকানোর কোন ব্যবস্থা নেই।
- যদি আপনি পঠনের প্রাপ্তি বন্ধ করে রাখেন তবে আপনি অন্যদের পঠনের প্রাপ্তিও দেখতে পাবেন না। গ্রুপ চ্যাটের জন্য পঠনের প্রাপ্তি সবসময় পাঠানো হয়।
- যদি কোন পরিচিতি পঠনের প্রাপ্তি রশিদ বন্ধ করে রাখে, তবে তারা আপনার স্থিতি আপডেট দেখলেও আপনি বুঝতে পারবেন না।
গোপনীয়তানীতি সম্পর্কে জানতেঃ Android