WhatsApp-এ নিজের ফটো এবং ভিডিও ব্যবহার করতে, অ্যাপটিকে আপনার iPhone-এ থাকা 'ফটো' অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। যদি আপনি ফটো ব্যবহারের অনুমতি না দেন, তবে এই সতর্কতাটি দেখতে পাবেন:
আপনার ফোনের গোপনীয়তার সেটিংস পরিবর্তন করে অনুমতি দিতে পারেন।
WhatsApp খুলুন এবং এখন আপনি iPhone-এ আগে থেকে থাকা ফটো WhatsApp-এ ব্যবহার করতে পারবেন।
নিশ্চিত করুন যে iPhone সেটিংস > স্ক্রিনের সময়ে আপনি কোনও সীমাবদ্ধতা সেট করেননি। না হলে আপনার ফোনের ব্যাক-আপ নিয়ে পুনরুদ্ধার করতে হতে পারে।