iPhone এ WhatsApp এর জন্য এর নিজস্ব রিংটোন ছাড়া অন্য কোনো রিংটোন নির্বাচন করার উপায় নেই। আপনি WhatsApp সেটিংস > বিজ্ঞপ্তিগুলি তে গিয়ে অ্যাপ বন্ধ থাকা অবস্থার রিংটোন পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি মেসেজ, গ্রুপের মেসেজ এবং WhatsApp কলগুলির জন্য আলাদা আলাদা রিংটোন নির্বাচন করতে পারবেন।
iOS 10, iOS 11 ও iOS 12 এবং তৃতীয় পক্ষের কল ইন্টিগ্রেশনে, ফোনের পরিচিতিসমূহ অ্যাপের পরিচিতি তথ্যে যে রিংটোনটি সেট করা আছে তা হলো WhatsApp এর ভয়েস কলের জন্য ব্যবহৃত রিংটোন।
iOS 10, iOS 11 ও iOS 12 এ WhatsApp ভয়েস কলের জন্য কাস্টম রিংটোন সেট করতে:
নোট: বার্তাগুলির জন্য কাস্টম বিজ্ঞপ্তির শব্দ WhatsApp সেটিংস > বিজ্ঞপ্তিতে সেট করা যাবে।
গুরুত্বপূর্ণ: iOS 10 এর ত্রুটির জন্য, আপনার iPhone পুনরায় চালু না করা পর্যন্ত বিজ্ঞপ্তির শব্দ হয়তো সঠিকভাবে বাজবে না (পাওয়ার এবং হোম বোতামটি ১০ সেকেন্ড চেপে ধরে রাখুন)।