আমি কীভাবে WhatsApp-এর রিংটোন পরিবর্তন করব?
WhatsApp-এ যে রিংটোনগুলি থাকে সেগুলি ছাড়া iPhone-এ অন্য কোনও রিংটোন বেছে নেওয়া যাবে না। আপনি WhatsApp সেটিংস > বিজ্ঞপ্তি-তে গিয়ে অ্যাপ বন্ধ থাকলেও রিংটোন পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি মেসেজ, গ্রুপ মেসেজ এবং WhatsApp কলের জন্য আলাদা আলাদা রিংটোন বেছে নিতে পারবেন।
iOS 12 এবং থার্ড-পার্টি কল ইন্টিগ্রেশনে, ফোনের পরিচিতি অ্যাপের মধ্যে পরিচিতির তথ্যে সেট করা রিংটোনটিই হলো WhatsApp ভয়েস কলের জন্য ব্যবহার করা রিংটোন।
iOS 12-এ WhatsApp ভয়েস কলের জন্য কাস্টম রিংটোন সেট করতে:
- আপনার iPhone-এর পরিচিতি অ্যাপে যান।
- যে পরিচিতির জন্য কাস্টম রিংটোন বেছে নিতে চান সেই পরিচিতি ট্যাপ করুন।
- স্ক্রিনের উপরের ডান কোণের এডিট করুন-এ ট্যাপ করুন।
- রিংটোন বেছে নিন।
- আপনার iPhone রিস্টার্ট করুন।
দ্রষ্টব্য:
- WhatsApp সেটিংস > বিজ্ঞপ্তি থেকে মেসেজের জন্য কাস্টম বিজ্ঞপ্তির শব্দ সেট করা যাবে।
- গ্রুপ কলের জন্য ডিফল্ট রিংটোন ব্যবহার করা হয়। এই রিংটোন কাস্টমাইজ করা যাবে না।