নিচের পদ্ধতি অনুসরণ করে WhatsApp মুছে আবার ইন্সটল করুন:
- আপনার ফোন থেকে WhatsApp মুছে দেওয়ার আগে আপনি চ্যাট ব্যাকআপ বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনার বার্তা ব্যাকআপ করে রাখতে পারেন।
- WhatsApp পুনরায় ইন্সটল করতে:
- হোম স্ক্রিনে WhatsApp আইকনটি চেপে ধরুন যতক্ষণ না সেটি নড়াচড়া করতে না থাকে।
- WhatsApp আইকনের কোনায় থাকা x বোতামটি চাপুন।
- অ্যাপলিকেশন এবং এর ডেটা মুছতে মুছুন চাপুন।
- হোম বোতামটি চাপুন।
- App স্টোর থেকে WhatsApp পুনরায় ডাউনলোড করুন।
কিভাবে WhatsApp পুনরায় ইন্সটল করতে হয় জানতে: Android