কীভাবে সাময়িক মেসেজ চালু বা বন্ধ করা যায়
আপনি সাময়িক মেসেজ চালু করে WhatsApp-এ চলে যাওয়া মেসেজ পাঠাতে পারবেন। চালু করা হলে, চ্যাটে পাঠানো নতুন মেসেজ সাত দিন পর চলে যাবে। অতি সাম্প্রতিক বেছে নেওয়া বিকল্পটি চ্যাটের সব মেসেজ নিয়ন্ত্রণ করে। সাময়িক মেসেজ চালু করার আগে এটি পাঠানো বা গ্রহণ করা মেসেজে কোনও পরিবর্তন আনবে না।
শুরু করতে WhatsApp খুলুন।
সাময়িক মেসেজ চালু করুন
একক চ্যাটে যেকোনও একজন ব্যবহারকারী সাময়িক মেসেজ চালু করতে পারবেন। চালু করা হয়ে গেলে, চ্যাটের মেসেজ সাত দিন পর চলে যাবে।
- WhatsApp-এর চ্যাট খুলুন।
- পরিচিতির নাম ট্যাপ করুন।
- সাময়িক মেসেজ ট্যাপ করুন।
- অনুরোধ জানানো হলে, চালিয়ে যান ট্যাপ করুন।
- চালু করুন বিকল্প বেছে নিন।
সাময়িক মেসেজ বন্ধ করুন
যেকোনও একজন ব্যবহারকারী যেকোনও সময় সাময়িক মেসেজ বন্ধ করতে পারবেন। বন্ধ করা হলে, চ্যাটে পাঠানো মেসেজ আর চলে যাবে না।
- WhatsApp-এর চ্যাট খুলুন।
- পরিচিতির নাম ট্যাপ করুন।
- সাময়িক মেসেজ ট্যাপ করুন।
- অনুরোধ জানানো হলে, চালিয়ে যান ট্যাপ করুন।
- বন্ধ করুন বেছে নিন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- সাময়িক মেসেজ সম্পর্কে
- কীভাবে সাময়িক মেসেজ চালু বা বন্ধ করা যায়: Android | KaiOS | Web এবং Desktop
- গ্রুপে সাময়িক মেসেজ কীভাবে চালু বা বন্ধ করা যায়: Android | iPhone | KaiOS | ওয়েব এবং ডেস্কটপ