মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন, পরিচিতি বা Messenger রুমের লিঙ্ক পাঠাতে
একক বা গ্রুপ চ্যাট খুলুন।
অ্যাটাচ করুন ট্যাপ করুন। এরপর, এগুলো:
ক্যামেরা ট্যাপ করে আপনার ক্যামেরা দিয়ে নতুন ফটো তুলুন বা ভিডিও করতে পারেন। দ্রষ্টব্য: WhatsApp ব্যবহার করে রেকর্ড করা ভিডিও ১৬ এমবি এর বেশি হতে পারবে না।
ফটো ও ভিডিওর লাইব্রেরি ট্যাপ করে আপনার iPhone-এর ক্যামেরা রোল বা অ্যালবাম থেকে ফটো বা ভিডিও বেছে নিতে পারেন। ফটো বা ভিডিও বেছে নেওয়ার পর, একবারে একাধিক ফটো বা ভিডিও বেছে নিতে নিচের বাঁদিকের যোগ করুন বিকল্পটি ট্যাপ করুন।
ডকুমেন্ট ট্যাপ করে iCloud ড্রাইভ বা অন্যান্য অ্যাপ যেমন Google ড্রাইভ, Dropbox থেকে ডকুমেন্ট বেছে নিতে পারেন। দ্রষ্টব্য: শুধুমাত্র iOS 10 এবং এর পরবর্তী ভার্সনের ব্যবহারকারীরা ডকুমেন্ট পাঠাতে পারবেন। ফাইলের সাইজ সর্বোচ্চ ১০০ এমবি হতে পারবে।
রুম ট্যাপ করে Messenger রুমের লিঙ্ক তৈরি করে তা শেয়ার করতে পারেন।
আপনার লোকেশন বা নিকটবর্তী কোনও লোকেশন পাঠাতে লোকেশন চাপুন।
পরিচিতি ট্যাপ করে পরিচিতির তথ্য পাঠাতে পারেন। সাধারণভাবে, বেছে নেওয়া পরিচিতির জন্য ফোনের ঠিকানা বইয়ে স্টোর করা সব তথ্য শেয়ার করা হবে। যেসকল তথ্য শেয়ার করতে চান না সেগুলো বাদ দিতে পরিচিতি শেয়ার করুন স্ক্রিনের আইটেমে ট্যাপ করুন।
এছাড়াও আপনি ফটো এবং ভিডিওতে ক্যাপশন দিতে পারবেন। প্রত্যেকটি ফটোতে ক্যাপশন যোগ করতে একটির পর একটি ছবি সুইচ করুন।
পাঠান ট্যাপ করুন।
এছাড়াও, আপনি Facebook বা Instagram ভিডিওতে লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং সেগুলো সরাসরি WhatsAp-এ প্লে করতে পারবেন। আপনি নিজের চ্যাটে লিঙ্ক পেস্ট করার পর একটি প্রিভিউ পাঠানো হবে।
দ্রষ্টব্য: মিডিয়া, ডকুমেন্ট, Messenger রুমের লিঙ্ক, লোকেশন বা পরিচিতি পাঠানোর জন্য আপনাকে iPhone-এর সেটিংস ও গোপনীয়তা থেকে iPhone-এর লোকেশন পরিষেবা, পরিচিতি, ফটো এবং ক্যামেরা-এ অ্যাপকে অ্যাক্সেস দিতে হবে।
মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন, পরিচিতি বা Messenger রুমের লিঙ্ক ফরোয়ার্ড করতে
একক বা গ্রুপ চ্যাট খুলুন।
যে ধরনের মেসেজ ফরোয়ার্ড করতে চান সেটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর ফরোয়ার্ড করুন ট্যাপ করুন। আপনি একাধিক মেসেজ বেছে নিতে পারবেন।
ফরোয়ার্ড করুন ট্যাপ করুন।
যে চ্যাটে মেসেজটি ফরোয়ার্ড করতে চান সেটি বেছে নিন, এরপর ফরোয়ার্ড করুন ট্যাপ করুন।
আপনি মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন, পরিচিতি বা Messenger রুমের লিঙ্ক ফরোয়ার্ড করলে সেগুলো আবার আপলোড করতে হবে না। ফরোয়ার্ড করা মেসেজ যেটি মূলত আপনি পাঠাননি সেটি “ফরোয়ার্ড করা হয়েছে” লেবেল দিয়ে দেখানো হবে।