'একবার দেখা যাবে এমন মিডিয়া' কীভাবে পাঠাতে এবং খুলতে হয়
আপনি এমন ফটো বা ভিডিও পাঠাতে পারবেন যেগুলি প্রাপক WhatsApp-এ খোলার পর মিডিয়া ভিউয়ার থেকে বেরিয়ে আসলেই চলে যাবে। প্রাপক মিডিয়া ভিউয়ার থেকে বেরিয়ে আসলে, মিডিয়া আর চ্যাটে দেখা যাবে না এবং তিনি এটি পুনরায় দেখতে পারবেন না। একবার দেখা যাবে এমন ফটো এবং ভিডিও প্রাপকের ফটো বা গ্যালারিতে সেভ হবে না এবং তিনি সেগুলো ফরোয়ার্ড করতে পারবেন না।
একবার দেখা যাবে এমন মিডিয়া পাঠান
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- ক্যামেরা
ট্যাপ করে ফটো তুলুন বা ভিডিও করুন অথবা আপনার অ্যালবাম থেকে ফটো বেছে নিন। অথবা, অ্যাটাচ করুন ট্যাপ করুন, এরপর নিচের এগুলো ট্যাপ করুন: - ক্যামেরা ট্যাপ করে আপনি নতুন ফটো তুলতে বা ভিডিও করতে পারবেন। WhatsApp দিয়ে ১৬ এমবি এর বেশি ভিডিও রেকর্ড করা যাবে না।
- ফটো ও ভিডিও লাইব্রেরী ট্যাপ করে আপনি নিজের iPhone-এর ফটো বা অ্যালবাম থেকে ফটো বা ভিডিও বেছে নিতে পারবেন।
- 1
ট্যাপ করুন। - পাঠান
ট্যাপ করুন।
প্রাপক ফটো অথবা ভিডিওটি দেখার পর, আপনি চ্যাটে খুলেছেন লেখাটি দেখতে পাবেন অর্থাৎ প্রাপকের দেখা হয়ে গেছে।
দ্রষ্টব্য: মিডিয়া পাঠানোর জন্য আপনাকে iPhone-এর সেটিংস > গোপনীয়তা বিকল্প থেকে WhatsApp-কে নিজের ফটো এবং ক্যামেরা অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে।
একবার দেখা যাবে এমন মিডিয়া খুলুন
- 1
আইকনের মেসেজ ট্যাপ করুন। - ফটো অথবা ভিডিও দেখুন।
- মিডিয়া ভিউয়ার থেকে বেরিয়ে আসতে ফিরে যান
সোয়াইপ বা ট্যাপ করুন।
আপনার মিডিয়া দেখা হয়ে গেলে চ্যাটে খুলেছেন লেখাটি দেখতে পাবেন। আপনি মিডিয়া ভিউয়ার থেকে বেরিয়ে আসলে পুনরায় সেই মিডিয়া দেখতে পারবেন না অথবা WhatsApp-কে মিডিয়ার বিষয়ে রিপোর্ট করতে পারবেন না এবং এটি আপনার ক্যামেরা রোলে সেভ হবে না।
সংশ্লিষ্ট রিসোর্স:
- একবার দেখুন সম্পর্কে
- একবার দেখা যাবে এমন মিডিয়া কীভাবে পাঠাতে এবং খুলতে হয়: Android | KaiOS | ওয়েব এবং ডেক্সটপ
- কীভাবে WhatsApp-এ মেসেজের বিষয়ে রিপোর্ট করবেন