কীভাবে লক স্ক্রিন থেকে উত্তর দিতে হয়
লক স্ক্রিন থেকে মেসেজের উত্তর দিতে:
- কীবোর্ডটি আনতে মেসেজের বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন এবং দীর্ঘক্ষণ চেপে ধরুন বা দৃঢ়ভাবে চাপুন।
- আপনার উত্তর লিখুন এবং পাঠান-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
- iPhone 6 এবং এর পরবর্তী ভার্সনে 'দ্রুত উত্তর' বৈশিষ্ট্যটি উপলভ্য আছে।
- সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > টাচ > হ্যাপটিক টাচ > টাচের সময়কাল-এ গিয়ে আপনাকে নিজের হ্যাপটিক সেটিংস অ্যাডজাস্ট করতে হতে পারে।