WhatsApp-এ আপনি স্টিকার, ইমোজি, টেক্সট বা স্কেচ ছবি যোগ করে আপনার ফটো বা ভিডিও নিজের মত করে সাজাতে পারবেন।
দ্রষ্টব্য: শুধুমাত্র iPhone 5 বা এর পরবর্তী ভার্সন এবং iOS 9 বা এর পরবর্তী ভার্সনে এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করা যাবে।
ফটো ও ভিডিও এডিট
টেক্সট ফিল্ডের পাশে থাকা অ্যাটাচ করুন ট্যাপ করুন।
নতুন ফটো তুলুন বা ভিডিও করুন অথবা ক্যামেরা রোল থেকে আগের ফটো বা ভিডিও বেছে নিন।
আপনার ফটো বা ভিডিওর এডিট শুরু করুন।
ইমোজি বা স্টিকার যোগ করুন
ইমোজি > স্টিকার বা ইমোজি ট্যাপ করুন
আপনি যে আইটেমটি ব্যবহার করতে চান সেটি ট্যাপ করুন।
আইটেমটি সরাতে এটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর এটি ড্র্যাগ করুন।
আইটেমের সাইজ পরিবর্তন করতে এটি পিঞ্চ করে ছোট বড় করুন।
আইটেমটি ঘোরাতে সেটি পিঞ্চ করে ঘোরান।
টেক্সট যোগ করুন
স্ক্রিনের উপরের টেক্সট ট্যাপ করুন।
টেক্সট ফিল্ডে পছন্দের টেক্সট লিখুন।
রঙ বেছে নিতে রঙ নির্বাচকটি আঙ্গুল দিয়ে উপরে বা নিচে স্লাইড করুন।
ফন্টের ধরন বেছে নিতে রঙ নির্বাচকে আপনার আঙুল ডান থেকে বামে সরান। ফন্টের ধরন নিশ্চিত করতে আপনার আঙ্গুল তুলুন।
টেক্সটের সাইজ পরিবর্তন করতে পিঞ্চ করে ছোট বড় করুন।
টেক্সটটি ঘোরাতে সেটি পিঞ্চ করে ঘোরান।
আঁকুন
আঁকুন ট্যাপ করুন।
স্কেচ করতে নিজের আঙ্গুল ব্যবহার করুন।
রঙ বেছে নিতে রঙ নির্বাচকটি আঙ্গুল দিয়ে উপরে বা নিচে স্লাইড করুন। আপনার আঁকা প্রতিটি লাইনের জন্য রঙ বেছে নিতে পারবেন।
ফিল্টার ব্যবহার করুন
ফটো বা ভিডিও উপরের দিকে সোয়াইপ করুন।
একটি ফিল্টার বেছে নিন।
মুছুন এডিট করুন ও পাঠান
স্টিকার, ইমোজি এবং টেক্সট বাদ দিতে সেগুলো ট্র্যাশ ক্যানের স্ক্রিনের উপরের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিন। আঁকা ছবি বাদ দিতে আগের অবস্থায় ফিরে যান ট্যাপ করুন।