দ্রষ্টব্য: চ্যাট ট্যাবে আপনার আগের কোনও চ্যাট থাকলে, শুধু নতুন গ্রুপ ট্যাপ করুন।
গ্রুপে যোগ করার জন্য পরিচিতি খুঁজুন বা বেছে নিন। এরপর পরবর্তী ট্যাপ করুন।
গ্রুপের বিষয় লিখুন। সকল সদস্য এটিকে গ্রুপের নাম হিসেবে দেখতে পাবে।
বিষয়টি ২৫টি অক্ষরের মধ্যে লিখতে হবে।
অথবা, ক্যামেরা আইকন ট্যাপ করে গ্রুপের আইকন যোগ করতে পারেন। আপনি ছবি যোগ করার জন্য ফটো তুলুন, ফটো বেছে নিন বা ওয়েবে খুঁজুন বেছে নিতে পারেন। ছবিটি সেট করার পর, আইকনটি চ্যাট ট্যাবের গ্রুপের পাশে দেখা যাবে।
সেটি করা হয়ে গেলে, তৈরি করুন ট্যাপ করুন।
লিঙ্কের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ জানানো
আপনি গ্রুপের অ্যাডমিন হলে, লোকজনের সাথে লিঙ্ক শেয়ার করে তাদের গ্রুপে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। গ্রুপের আমন্ত্রণ লিঙ্ক শেয়ার করতে নিচের এগুলো করুন:
WhatsApp-এর গ্রুপ চ্যাটে যান, এরপর গ্রুপের বিষয় ট্যাপ করুন।
অথবা, চ্যাট ট্যাবে গিয়ে গ্রুপটি বাম দিকে সোয়াইপ করুন। এরপর আরও > গ্রুপের তথ্য ট্যাপ করুন।
লিঙ্কের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ জানান ট্যাপ করুন।
লিঙ্ক শেয়ার করুন, লিঙ্ক কপি করুন বা QR কোড বেছে নিন।
অ্যাডমিন যেকোনও সময়ে লিঙ্ক রিসেট করে আগের আমন্ত্রণ লিঙ্কটি বাতিল করে নতুন লিঙ্ক তৈরি করতে পারবেন।
দ্রষ্টব্য: আপনি যেসব WhatsApp ব্যবহারকারীকে আমন্ত্রণ লিঙ্ক পাঠিয়েছেন তারা সবাই গ্রুপে যোগ দিতে পারবেন, তাই এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র বিশ্বস্ত লোকজনের সাথে শেয়ার করুন। যে কেউ আপনার লিঙ্কটি অন্য লোকজনের সাথে শেয়ার করতে পারে, তারা গ্রুপ অ্যাডমিনের বাড়তি অনুমতি ছাড়াই গ্রুপে যোগ দিতে পারবে।