কীভাবে চ্যাট মোছা যায়
কোনও চ্যাট মুছে ফেললে আপনার সেই চ্যাটের সব মেসেজ মুছে যাবে। এরপরেও চ্যাটটি আপনার চ্যাট ট্যাবের তালিকায় থেকে যাবে।
একক বা গ্রুপ চ্যাট মুছে ফেলুন
- চ্যাট ট্যাবে গিয়ে একক বা গ্রুপের যে চ্যাটটি মুছতে চান সেটি বাঁদিকে সোয়াইপ করুন।
- আরও > চ্যাট মুছে ফেলুন ট্যাপ করুন।
- স্টার চিহ্নিত ছাড়া বাকি সব বাদ দিন অথবা সবকটি মেসেজ বাদ দিন ট্যাপ করুন।
একবারে সব চ্যাট মুছে ফেলুন
- WhatsApp এর সেটিংস > চ্যাট > সব চ্যাট মুছে ফেলুন এ যান।
- আপনার ফোন নম্বর লিখুন, এরপর সব চ্যাট মুছে ফেলুন ট্যাপ করুন।