চ্যাট আর্কাইভ বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি নিজের কথোপকথন আরও ভালোভাবে সাজানোর জন্য চ্যাট তালিকা থেকে একজনের বা গ্রুপের চ্যাট লুকাতে পারবেন।
দ্রষ্টব্য:
- চ্যাট আর্কাইভ করা হলে সেটি মুছে যাবে না অথবা iCloud এ ব্যাক-আপ হিসেবে থাকবে না। চ্যাট আর্কাইভ করার সুবিধাটি শুধুমাত্র iOS 9 অথবা তার পরের ভার্সনের জন্য প্রযোজ্য।
- আপনি একজনের বা গ্রুপের আর্কাইভ করা চ্যাট থেকে নতুন মেসেজ পেলে একজনের বা গ্রুপের সেই চ্যাট আর্কাইভ থেকে সরে যাবে।
চ্যাট বা গ্রুপকে আর্কাইভ করুন
- চ্যাট ট্যাবে গিয়ে, যে চ্যাট বা গ্রুপটি আর্কাইভ করতে চান সেটি বাঁদিকে সোয়াইপ করুন।
- আর্কাইভ করুন ট্যাপ করুন।
আপনি WhatsApp সেটিংস > চ্যাট > সব চ্যাট আর্কাইভ করুন এ গিয়ে সব চ্যাট একবারে আর্কাইভ করতে পারবেন।
আর্কাইভ করা চ্যাট বা গ্রুপ দেখুন
- চ্যাট ট্যাবের উপরে স্ক্রোল করুন, এরপর নিচে টানুন।
- আর্কাইভ করা চ্যাট ট্যাপ করুন।
চ্যাট বা গ্রুপ আর্কাইভ থেকে সরান
- আর্কাইভ করা চ্যাট স্ক্রিনে গিয়ে, যে চ্যাট বা গ্রুপটি আর্কাইভ থেকে সরাতে চান সেটি বাঁদিকে সোয়াইপ করুন।
- আর্কাইভ থেকে সরান ট্যাপ করুন।
আপনি কোনও পরিচিতির নাম বা মেসেজ খুঁজে সেই পরিচিতির চ্যাট ম্যানুয়ালি আর্কাইভ থেকে সরাতে পারবেন:
- চ্যাট ট্যাব এ গিয়ে খুঁজুন বারটি ট্যাপ করুন।
- আপনি যে চ্যাটটি আর্কাইভ থেকে সরাতে চান সেটির নাম বা কন্টেন্ট লিখুন।
- আপনি যে চ্যাটটি আর্কাইভ থেকে সরাতে চান সেটি বাঁদিকে সোয়াইপ করুন।
- আর্কাইভ থেকে সরান ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি:
কীভাবে চ্যাট বা গ্রুপ আর্কাইভ করা যায় বা আর্কাইভ থেকে সরানো যায়: Android | | Web ও Desktop | KaiOS