Siri হল iOS-এর জন্য তৈরি করা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি Siri কে WhatsApp মেসেজ পাঠাতে, WhatsApp কল করতে অথবা পড়া হয়নি এমন মেসেজ পড়ে শোনাতে বলতে পারেন।
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্য শুধুমাত্র iOS 10.3 এবং এর পরবর্তী ভার্সনে পাওয়া যাবে।
iPhone X, XS, XS Max এবং XR-এ আপনি সাইডের বোতামটি চেপে ধরে রাখুন > Siri চালু করুন।
কীভাবে Siri ব্যবহার করবেন এবং Siri-এর মাধ্যমে পাঠানো ডেটা Apple কীভাবে পরিচালনা করে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে Apple সহায়তার ওয়েবসাইটে যান।
দ্রষ্টব্য: পড়া হয়নি মেসেজ সহ WhatsApp খুললে, বিজ্ঞপ্তির ব্যাজ রিসেট হয়ে যাবে। এর ফলে Siri কোনও পড়ার মেসেজ নেই জানাবে এবং সশব্দে পড়ে শোনাবে না।