WhatsApp-এ অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য সম্পর্কে
আপনি নিজের ফোনের সেটিংস থেকে WhatsApp-এ অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য চালু করতে পারবেন। iPhone-এ আপনি যা করতে পারেন:
- আপনি যদি কথা বলার মাধ্যমে, অর্থাৎ কথ্য ফিডব্যাক এবং 'ভয়েসওভার' জেশ্চার ব্যবহার করে আপনার ডিভাইসের সাথে যোগাযোগ করতে চান তাহলে 'ভয়েসওভার' ব্যবহার করতে পারবেন। আপনি WhatsApp-এর ক্যামেরা দিয়ে নিজের ছবি তোলার সময় ভয়েসওভারের সাহায্য নিতে পারবেন।
- WhatsApp-এ মেসেজ পাঠাতে বা পড়তে এবং কল করতে Siri ব্যবহার করতে পারবেন।
- ডিসপ্লে বা ফন্টের সাইজ অ্যাডজ্যাস্ট করে, আপনার স্ক্রিন সাময়িকভাবে জুম বা ম্যাগনিফাই করুন এবং কনট্রাস্ট বা রঙ অ্যাডজ্যাস্ট করুন।
আপনার ফোনের আক্সেসিবিলিটি বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিশদ বিবরণ ও নির্দেশাবলীর জন্য Apple সহায়তা কেন্দ্রে যান।
অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে রিপোর্ট করতে অথবা পরামর্শ শেয়ার করতে accessibility@support.whatsapp.com -এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।