আপনার ফোন নম্বর ব্যবহার করতে বলা হয় কারণ ফোন নম্বর দিয়েই WhatsApp ব্যবহারকারীদেরকে খুঁজতে পারে, আর আপনি সহজেই বন্ধুদের মেসেজ পাঠাতে পারেন।
আপনি চ্যাটে পরিচিতি বৈশিষ্ট্যটি ব্যবহার করে কোনও পরিচিতির তথ্য শেয়ার না করা পর্যন্ত WhatsApp এর ব্যবহারকারীরা ঠিকানা বইয়ের তথ্য দেখতে পাবে না। আমরা আপনার গোপনীয়তা কে সম্মান করি এবং আমরা কখনই আপনার ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি করিনি, করছি না এবং কখনও করব না। আরও জানার জন্য, অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা নীতি দেখুন যেখানে আমাদের তথ্যের ব্যবহারের বর্ণনা আছে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে WhatsApp নিয়মিত আপনার ফোনের ঠিকানা বইয়ের ফোন নম্বর নজরদারি করে এবং এরপর সেই নম্বর WhatsApp এ যাচাই করা হয়েছে কিনা পরীক্ষা করে। আপনার ঠিকানা বইয়ের যেকোনও WhatsApp ব্যবহারকারীকে পরিচিতি হিসেবে দেখাবে এবং আপনি তাদের WhatsApp এ মেসেজ পাঠাতে পারবেন। এটি চলাকালীন, WhatsApp এ ফোন নম্বর পাঠানো হয় এনক্রিপটেড কানেকশনের মাধ্যমে নিরাপদে পাঠানো হয়। অ্যাপটি আপনার ঠিকানা বইয়ের সেভ করা নাম দেখায়, এর ফলে আপনি জানতে পারেন কার সাথে চ্যাট করছেন।