ভয়েস কলিং এর মাধ্যমে আপনি WhatsApp ব্যবহার করে বিনামূল্যে অন্য দেশে থাকা পরিচিতিদেরও কল করতে পারবেন। ভয়েস কলিং আপনার মোবাইল নেটওয়ার্কের প্ল্যানের ভয়েস মিনিটের পরিবর্তে ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে। বর্তমানে, iOS 7+ দ্বারা চালিত iPhone এ ভয়েস কলের সুবিধা রয়েছে।
দ্রষ্টব্য: আপনি WhatsApp এর মাধ্যমে জরুরি সেবার নম্বরগুলিতে অ্যাক্সেস করতে পারবেন না (যেমন: ভারতের জন্য ১০০ বা বাংলাদেশের জন্য ৯৯৯)। জরুরি কলের জন্য আপনাকে অবশ্যই যোগাযোগের অন্য একটি বিকল্প নম্বর রাখতে হবে।
ভয়েস কল করতে:
আপনি যাকে ভয়েস কল করতে চান সেই পরিচিতির সাথে চ্যাট খুলুন।
ভয়েস কল ট্যাপ করুন।
ভয়েস কল গ্রহণ
আপনার ফোনটি লক থাকাকালীন সময়ে কেউ আপনাকে ভয়েস কল করলে, আপনি একটি ইনকামিং WhatsApp অডিও... স্ক্রিন দেখতে পাবেন, সেখানে আপনি যা করবেন:
নীল তীর চিহ্নের বোতামটি ডান দিকে সোয়াইপ করে উত্তর দিতে স্লাইড করুন।
আমাকে মনে করিয়ে দিন ট্যাপ করুন এবং আপনি যদি মনে করিয়ে নিতে চান, তাহলে যখন চলে যাব বা ১ ঘণ্টার মধ্যে নির্বাচন করুন।
iPhone এর পাশের বোতামটি দুইবার চেপে ধরে কলটি বাতিল করুন।
আপনার ফোনটি আনলক থাকাকালীন সময়ে কেউ আপনাকে ভয়েস কল করলে, আপনি একটি ইনকামিং WhatsApp অডিও... স্ক্রিন দেখতে পাবেন, সেখানে আপনি যা করবেন:
গ্রহণ করতে নীল টিক চিহ্নের বোতামে ট্যাপ করুন।
বাতিল ট্যাপ করুন।
আমাকে মনে করিয়ে দিন ট্যাপ করুন এবং আপনি যদি মনে করিয়ে নিতে চান, তাহলে যখন চলে যাব বা ১ ঘণ্টার মধ্যে নির্বাচন করুন।
দ্রুত মেসেজসহ কলটি বাতিল করতে মেসেজ ট্যাপ করুন।
ভয়েস এবং ভিডিও কলের মধ্যে সুইচ করা
ভয়েস কল থেকে ভিডিও কলে সুইচ করতে:
ভয়েস কল চলাকালীন, ভিডিও কল ট্যাপ করুন।
আপনি যাকে ভয়েস কল করছেন সেই পরিচিতিটি ভিডিও কলে সুইচের জন্য একটি অনুরোধ দেখতে পাবেন এবং তিনি সুইচটি গ্রহণ বা বাতিল করতে পারবেন।
ভিডিও কল থেকে ভয়েস কলে সুইচ করতে:
ভিডিও কল চলাকালীন, ভিডিও বন্ধ ট্যাপ করুন, এতে করে আপনি যাকে ভিডিও কল করছেন সেই পরিচিতিকে তা জানানো হবে।
পরিচিতিটি তার ভিডিও বন্ধ করে দিলে, কলটি ভয়েস কলে সুইচ করা হবে।
গ্রুপ ভয়েস কল করা
গ্রুপ কলিং WhatsApp ব্যবহার করে একে অপরকে ভয়েস কল করার জন্য সর্বোচ্চ চার জন অংশগ্রহণকারীকে অনুমতি দেয়।
কোনও গ্রুপ থেকে গ্রুপ ভয়েস কল করতে:
যে গ্রুপে ভয়েস কল করতে চান সেই গ্রুপে যান।
নতুন কল ট্যাপ করুন।
আপনি যে পরিচিতিকে কলে যোগ করতে চান সেটি খুঁজুন অথবা নির্বাচন করুন।
ভয়েস কল ট্যাপ করুন।
কল ট্যাব থেকে গ্রুপ ভয়েস কল করতে:
কল ট্যাব এ যান।
নতুন কল > নতুন গ্রুপ কল ট্যাপ করুন।
আপনি যে পরিচিতিকে কলে যোগ করতে চান সেটি খুঁজুন অথবা নির্বাচন করুন।
ভয়েস কল ট্যাপ করুন।
কোনও একক চ্যাট থেকে গ্রুপ ভয়েস কল করতে:
আপনি যাকে ভয়েস কল করতে চান সেই পরিচিতির সাথে একটি চ্যাট খুলুন।
ভয়েস কল ট্যাপ করুন।
পরিচিতিটি কল গ্রহণ করলে, অংশগ্রহণকারী যোগ করুন ট্যাপ করুন।
আপনি অন্য যে পরিচিতিকে কলে যোগ করতে চান সেটি খুঁজুন অথবা নির্বাচন করুন।
যোগ ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
নিশ্চিত করুন যে গ্রুপ ভয়েস কল করতে এবং গ্রহণের সময় আপনার ও আপনার পরিচিতির একটি শক্তিশালী ইন্টারনেট সংযোগ আছে। আপনার পরিচিতির ইন্টারনেটের গতি খারাপ হলে ভয়েস কলের মান খারাপ হবে।
আপনি যখন কোনও গ্রুপ ভয়েস কল গ্রহণ করেন, তখন ইনকামিং WhatsApp অডিও... এর স্ক্রিনটি বর্তমান কলে থাকা অংশগ্রহণকারীদেরকে প্রদর্শন করবে এবং যিনি আপনাকে যোগ করেছেন তাকে প্রথম পরিচিতি হিসেবে তালিকাভুক্ত করা হবে।
গ্রুপ ভয়েস কল চলাকালীন আপনি কলটিকে ভিডিও কলে সুইচ করতে পারবেন না।
গ্রুপ ভয়েস কল চলাকালীন আপনি কোনও পরিচিতিকে কল থেকে সরিয়ে দিতে পারবেন না। কলটি থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পরিচিতিদেরকে তাদের ফোনটি বিচ্ছিন্ন করতে হবে।
গ্রুপ ভয়েস কলের ইতিহাস কলগুলি ট্যাব এ দেখা যাবে। আপনি কলটি থেকে একক পরিচিতি দেখতে কলের ইতিহাস ট্যাপ করতে পারেন।
যদিও, আপনার ব্লক করা কোনও ব্যক্তির সাথে গ্রুপ ভয়েস কল করতে পারবেন, কিন্তু আপনি যাকে ব্লক করেছেন বা আপনাকে যিনি ব্লক করেছেন এমন পরিচিতিকে আপনার কলে যোগ করতে পারবেন না।