WhatsApp আইকনের পাশের অপঠিত বার্তার যে গণনা দেখতে পান সেটাকে ব্যাজ বলে। এটা বৈশিষ্ট্যটি আপনার ফোনে আপনার ফোনের প্রস্তুতকারকরা সরবরাহ করে থাকেন। বিকল্পভাবে কিছু লঞ্চার যেমন Nova অথবা অ্যাপ যেমন Notifyer বিভিন্ন অ্যাপে ব্যাজ দেখাতে সক্ষম।
আপনি যদি আইকনের উপরে ব্যাজ দেখে না পান, তবে আপনার অ্যাপস ড্রয়ার থেকে পুরাতন শর্টকাট মুছে দিয়ে নতুন শর্টকাট তৈরি করুন।
আপনার হোমস্ক্রিন থেকে শর্টকাট মুছে ফেলতে আইকনটি চেপে ধরুন এবং সেটাকে টেনে ডিলিট আইকনের উপরে নিয়ে যান (বেশিরভাগ ক্ষেত্রে আইকনটি স্ক্রিনের উপরের দিকে থাকে)।
যদি আপনার ব্যাজে ভুল গণনা পান তাহলে অনুগ্রহ করে এই আর্টিকেলটি পড়ুন।