গ্রুপে অংশগ্রহণকারীদের যোগ করতে অথবা সরাতে আপনাকে অবশ্যই একজন গ্রুপ অ্যাডমিন হতে হবে। গ্রুপে সর্বাধিক ২৫৬ জন অংশগ্রহণকারী থাকতে পারবে।
অংশগ্রহণকারীদের যোগ করার জন্য
অংশগ্রহণকারীদের যোগ করতে নিচের কাজগুলো সম্পন্ন করুন:
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের বিষয় ট্যাপ করুন।
- এছাড়াও, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর, আরও বিকল্প
> গ্রুপের তথ্য ট্যাপ করুন।
- অংশগ্রহণকারীদের যোগ করুন
-এ ট্যাপ করুন।
- গ্রুপে যোগ করতে পরিচিতি খুঁজুন বা বেছে নিন।
- সম্পন্ন হয়ে গেলে সবুজ টিক চিহ্ন
ট্যাপ করুন।
অংশগ্রহণকারীদের সরানোর জন্য
অংশগ্রহণকারীকে সরাতে:
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলুন, এরপর গ্রুপের বিষয় ট্যাপ করুন।
- এছাড়াও, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর, আরও বিকল্প
> গ্রুপের তথ্য-এ ট্যাপ করুন।
- আপনি যে অংশগ্রহণকারীকে সরাতে চান তার নাম ট্যাপ করুন।
- {অংশগ্রহণকারী} কে সরিয়ে দিন > ঠিক আছে-তে ট্যাপ করুন।