বিজ্ঞপ্তির পছন্দসমূহ দুই জায়গা থেকে পরিবর্তন করা যেতে পারে: আপনার ফোনের সেটিংস এবং WhatsApp সেটিংস।
আপনার ফোনের সেটিংসে গিয়ে বিজ্ঞপ্তির মধ্যে পরিবর্তন করার জন্য
- আপনার ফোনের সেটিংস এ যান।
- অ্যাপস ও বিজ্ঞপ্তিসমূহ > WhatsApp > বিজ্ঞপ্তিসমূহ ট্যাপ করুন।
- অধিকাংশ ফোনে নিচের বিকল্পটি থাকবে:
- যদি আপনি কোনও বিজ্ঞপ্তি দেখতে না চান, এমনকি ফোনের স্ট্যাটাস বারে WhatsApp আইকনও দেখতে না চান, তাহলে সকল বিজ্ঞপ্তি ব্লক করে রাখতে পারবেন।
- যদি আপনি বিজ্ঞপ্তি শুনতে ও ভাইব্রেট করতে না চান বা পিকিং নোটিফিকেশন স্ক্রিনে দেখাতে না চান, তাহলে বিজ্ঞপ্তি মিউট করে রাখতে পারবেন। পিকিং নোটিফিকেশন হলো একটি Android বৈশিষ্ট্য যা আপনি নিজের ফোন ব্যবহার করার সময় বিজ্ঞপ্তি স্ক্রিনের উপরে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য ব্যবহার করতে পারবেন।
- লুকানো সংবেদনশীল কন্টেন্ট লক স্ক্রিনের বিজ্ঞপ্তির প্রিভিউয়ে দেখানো বন্ধ করতে পারবেন।
- Android 8 বা এর পরবর্তী ভার্সনে, আপনি বিজ্ঞপ্তির পছন্দসমূহ সেট করার জন্য বিজ্ঞপ্তির ক্যাটাগরি ব্যবহার করতে পারেন।
দ্রষ্টব্য: এছাড়াও, আপনি সেটিংস > শব্দ এ গিয়ে নিজের বিজ্ঞপ্তির ভলিউম অ্যাডজ্যাস্ট করতে পারবেন।
WhatsApp সেটিংস এ গিয়ে বিজ্ঞপ্তির মধ্যে পরিবর্তন করার জন্য
- WhatsApp খুলুন৷
- আরও বিকল্প
> সেটিংস > বিজ্ঞপ্তি
ট্যাপ করুন।
- আপনি নিম্নোক্তগুলি বাছাই করে মেসেজ, গ্রুপ এবং কলের বিজ্ঞপ্তির মধ্যে পরিবর্তন করতে পারবেন:
- ইনকামিং এবং আউটগোয়িং মেসেজের জন্য কথোপকথনের টোন চালু করবেন নাকি বন্ধ করবেন।
- বিজ্ঞপ্তির টোন বা রিংটোন।
- ভাইব্রেশনের সময়কাল।
- Android 9 এবং এর পরবর্তী ভার্সনে পপ-আপ বিজ্ঞপ্তি প্রদর্শন করবেন কি না তা বাছাই করতে পারবেন। এটি আপনার স্ক্রিনের মাঝখানে বিজ্ঞপ্তি দেখায়।
- কাজ করবে এমন ফোনের জন্য বিজ্ঞপ্তির আলোর রঙ।
- Android 5 ও এর পরবর্তী ভার্সনে উচ্চ অগ্রাধিকারযুক্ত বিজ্ঞপ্তির ব্যবহার করা হবে কি না। এটি আপনার স্ক্রিনের উপরে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখায় এবং পিকিং নোটিফিকেশন বন্ধ করতে ব্যবহার করা যেতে পারে। উচ্চ অগ্রাধিকারযুক্ত বিজ্ঞপ্তি বন্ধ করার ফলে WhatsApp বিজ্ঞপ্তিসমূহ বিজ্ঞপ্তি ড্রয়ারের নিচের দিকে রাখা হয়।
দ্রষ্টব্য: যদি আপনি নিজের বিজ্ঞপ্তি সেটিংস রিসেট করতে চান, তাহলে আরও বিকল্প
> বিজ্ঞপ্তির সেটিংস রিসেট করুন > রিসেট করুন ট্যাপ করুন।
একক চ্যাট বা গ্রুপের জন্য বিজ্ঞপ্তি কাস্টমাইজ করুন
- একক চ্যাট বা গ্রুপ খুলুন।
- পরিচিতির নাম বা গ্রুপের বিষয় ট্যাপ করুন।
- কাস্টম বিজ্ঞপ্তি ট্যাপ করুন।
- কাস্টম বিজ্ঞপ্তি ব্যবহার দেখে নিন।
- এখানে আপনি নিচের কাজগুলো বাছাই করতে পারবেন:
- বিজ্ঞপ্তির টোন।
- ভাইব্রেশনের সময়কাল।
- Android 9 এবং এর পরবর্তী ভার্সনে পপ-আপ বিজ্ঞপ্তি দেখাবেন কি না।
- কাজ করবে এমন ফোনের জন্য বিজ্ঞপ্তির আলোর রঙ।
- Android 5 ও এর পরবর্তী ভার্সনে উচ্চ অগ্রাধিকারযুক্ত বিজ্ঞপ্তির ব্যবহার করা হবে কি না।
দ্রষ্টব্য: যদি আপনি নিজের বিজ্ঞপ্তি সেটিংস রিসেট করতে চান, তাহলে আরও বিকল্প
> বিজ্ঞপ্তির সেটিংস রিসেট করুন ট্যাপ করুন।