নম্বর পরিবর্তন করুন বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি WhatsApp অ্যাকাউন্ট সম্পর্কিত ফোন নম্বর আপনার একই ফোনে পরিবর্তন করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি আপনার নতুন নম্বর যাচাইয়ের আগে ব্যবহার করতে হবে।
WhatsApp এ নম্বর পরিবর্তন করুন বৈশিষ্ট্যটি ব্যবহার করলে:
- আপনার অ্যাকাউন্টের তথ্য (আপনার প্রোফাইলের তথ্যসহ), গ্রুপ ও সেটিংস আপনার পুরাতন ফোন নম্বর থেকে নতুন ফোন নম্বরে স্থানান্তর হবে; এবং
- আপনার পুরাতন ফোন নম্বরের সাথে সংযুক্ত অ্যাকাউন্টটি মুছে ফেলবে, যেন আপনার পরিচিতিরা তাদের WhatsApp পরিচিতি তালিকায় আপনার পুরাতন নম্বর আর দেখতে না পায়।
যদি আপনি আমাদের ‘নম্বর পরিবর্তন করুন’ বৈশিষ্ট্যটি ব্যবহার করেন, তাহলে আপনার চ্যাট ইতিহাস নতুন নম্বরসহ একই ফোনেই পাবেন।
নম্বর পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার পূর্বে
- নিশ্চিত করুন যে আপনার নতুন ফোন নম্বর এ একটি কার্যকর ডেটা সংযোগ আছে এবং সেটি SMS অথবা কল গ্রহণ করতে পারবে।
- নিশ্চিত করুন যে আপনার পুরাতন ফোন নম্বর বর্তমানে আপনার ফোনের WhatsApp এ যাচাই করা আছে। WhatsApp এ কোনও নম্বর যাচাই করা আছে কি না তা দেখতে WhatsApp > সেটিংস
এ যান এবং আপনার প্রোফাইল ফটো ট্যাপ করুন।
আপনার ফোন নম্বর পরিবর্তন
WhatsApp এর মধ্যে আপনার ফোন নম্বর পরিবর্তন করতে এই ধাপগুলো অনুসরণ করুন:
- সেটিংস
> অ্যাকাউন্ট
> নম্বর পরিবর্তন করুন > পরবর্তী এ যান।
- সম্পূর্ণ আন্তর্জাতিক ফরম্যাটের প্রথম বক্সে আপনার বর্তমান ফোন নম্বর লিখুন।
- সম্পূর্ণ আন্তর্জাতিক ফরম্যাটের দ্বিতীয় বক্সে আপনার নতুন ফোন নম্বর লিখুন।
- পরবর্তী ট্যাপ করুন।
- আপনি যদি পরিচিতিদের জানান চালু রাখেন, তাহলে আপনি চাইলেই সব পরিচিতি, যেসব পরিচিতির সাথে আমার চ্যাট আছে বা কাস্টম সম্পর্কে অবহিত হতে পারবেন।
- আপনি কাস্টম নির্বাচন করলে, যেই পরিচিতিদের আপনি জানাতে চান আপনাকে সেগুলো খুঁজতে হবে বা নির্বাচন করতে হবে, এরপর সম্পন্ন ট্যাপ করুন।
- সম্পন্ন ট্যাপ করুন।
- আপনার নতুন ফোন নম্বর সঠিক আছে কি না সেটি নিশ্চিত করতে হ্যাঁ ট্যাপ করুন।
- আপনার নতুন ফোন নম্বরটি যাচাই করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

দ্রষ্টব্য
- আপনি পরিচিতিদের জানান চালু করেন বা না করেন তবুও আপনার ফোন নম্বর পরিবর্তনের সময় আপনার গ্রুপগুলিকে অবহিত করা হবে।
- আপনার পরিচিতিদের সাথে সংযুক্ত থাকতে নম্বর পরিবর্তন করার পূর্বে আপনার নতুন ফোন নম্বর সম্পর্কে আপনার পরিচিতিদের অবহিত করুন এবং তাদের ফোনের ঠিকানা বইগুলিতে যেকোনও প্রয়োজনীয় পরিবর্তন করতে বলুন। নম্বর পরিবর্তন করার পূর্বে আপনার পরিচিতিদেরকে নতুন ফোন নম্বর সম্পর্কে অবহিত করতে আপনি ব্রডকাস্ট তালিকাগুলো ব্যবহার করতে পারবেন।