WhatsApp Business প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া
WhatsApp Business প্ল্যাটফর্মটি এখনও আপনার জন্য উপলভ্য নাও হতে পারে। WhatsApp Business প্ল্যাটফর্মের জন্য আমাদের সহায়তামূলক কন্টেন্টের লাইব্রেরি এখানে দেখুন।
WhatsApp Business প্ল্যাটফর্মে গ্রাহকদের সাথে যুক্ত হতে, WhatsApp Business অ্যাকাউন্ট তৈরি করুন।
আপনি যদি নিজের কোম্পানির জন্য অ্যাকাউন্ট করতে চান তাহলে WhatsApp ডেভেলপার ডকুমেন্টেশন -এর মাধ্যমে তৈরি করুন।
আপনি যদি বিজনেস সলিউশন প্রোভাইডার (BSP) হন তাহলে Meta বিজনেস ম্যানেজার-এ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
আপনি যদি WhatsApp-এর সাথে সমন্বয় সাধন করতে কোনও BSP-তে কাজ করেন তাহলে, আপনি এমবেডেড সাইন-আপ ফ্লো-এর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।