WhatsApp বিজনেস প্রোডাক্ট সম্পর্কে
WhatsApp Business প্ল্যাটফর্মটি এখনও আপনার জন্য উপলভ্য নাও হতে পারে। WhatsApp Business প্ল্যাটফর্মের জন্য আমাদের সহায়তামূলক কন্টেন্টের লাইব্রেরি এখানে দেখুন।
আপনার বিজনেস যাতে গ্রাহকদের সাথে সহজে কানেক্ট করতে পারে তার জন্য একাধিক উপায় খুঁজে বের করতে WhatsApp প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার যদি ছোট বিজনেস হয়, তাহলে নিজের সময় বাঁচাতে এবং গ্রাহকদের সাথে কানেক্ট করা ও বিজনেস বাড়িয়ে তোলার মতো বিষয়ে নজর দিতে আপনি WhatsApp Business অ্যাপের অনন্য বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেন। কিছু প্রধান বৈশিষ্ট্যের মধ্যে বিজনেস প্রোফাইল এবং ক্যাটালগ অন্যতম।
আপনার যদি বড় কোম্পানি হয়, তাহলে গ্রাহকদের বিভিন্ন সহায়ক তথ্য যেমন ফ্লাইটের সময়, ডেলিভারি নিশ্চিতকরণ, অন্যান্য প্রধান প্রধান আপডেট এবং গ্রাহক সহায়তা সম্পর্কিত তথ্য প্রদান করতেও WhatsApp Business-এর প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
বিজনেসের নতুন বৈশিষ্ট্য এবং টুলের বিষয়ে আপডেট পেতে আমাদের ব্লগ দেখুন।
আপনি যদি কোনও বিজনেসের সাথে যোগাযোগ রাখতে না চান, তাহলে তাদেরকে ব্লক করতে পারেন। পরিচিতিকে কীভাবে ব্লক এবং রিপোর্ট করবেন সেই বিষয়ে এখান থেকে জানুন: Android | iPhone