Portal-এ আপনার WhatsApp অ্যাকাউন্ট কীভাবে যোগ করবেন বা সেখান থেকে সরাবেন
আপনার অ্যাকাউন্ট যোগ করুন
দ্রষ্টব্য: আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করার সিদ্ধান্ত নিলে আপনার পরিচিতি Facebook এর সাথে শেয়ার করা হয় না, বরং Portal হার্ডওয়্যার ডিভাইসে সংরক্ষণ করা হয়।
আপনার Portal-এ সেটিংস > অ্যাকাউন্ট > আপনার নাম > WhatsApp-এ কানেক্ট করুন ট্যাপ করুন বা বেছে নিন। আপনি একটি কোড দেখতে পাবেন যেটি Facebook-এ লগ-ইন করার জন্য ব্যবহার করতে হবে।
আপনার ফোন বা কম্পিউটার ব্রাউজারে facebook.com/device খুলুন। আপনি এগুলি ব্যবহার করলে:
ফোন: কোড লিখুন ট্যাপ করুন। কোডটি লিখুন, এরপর চালিয়ে যান > নিশ্চিত করুন-এ ট্যাপ করুন।
কম্পিউটার: কোডটি লিখুন, এরপর চালিয়ে যান > নিশ্চিত করুন-এ ক্লিক করুন।
আপনার Portal-এ, টিক চিহ্ন দিয়ে আপনি Portal থেকে WhatsApp-এ মেসেজ গ্রহণ করতে সম্মত হচ্ছেন-এ টিক চিহ্ন দিন।
iPhone: WhatsApp এর সেটিংস >-এ যান WhatsApp ওয়েব/ডেস্কটপ > ডিভাইস লিঙ্ক করুন > ঠিক আছে-তে ট্যাপ করুন। iOS 14 এবং তার পরবর্তী ভার্সন হলে আনলক করতে Touch ID অথবা Face ID ব্যবহার করুন।
আপনার ফোন ব্যবহার করে নিজের Portal-এর QR কোড স্ক্যান করুন।
আপনার Portal-এ গিয়ে হয়ে গেছে-তে ট্যাপ করুন বা বেছে নিন।
দ্রষ্টব্য: আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেমটি সেখানে স্টোর হওয়া বায়োমেট্রিক্স ব্যবহার করে প্রমাণীকরণ পরিচালনা করে। আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেমের স্টোর করা বায়োমেট্রিক্স তথ্যে WhatsApp অ্যাক্সেস করতে পারে না।
আপনার অ্যাকাউন্ট সরিয়ে দিন
আপনার Portal-এ গিয়ে সেটিংস > অ্যাকাউন্ট > আপনার নাম > WhatsApp > অ্যাকাউন্ট সরিয়ে দিন-এ ট্যাপ করুন বা বেছে নিন।
আপনার ফোনে WhatsApp খুলুন অথবা আপনার কম্পিউটারে WhatsApp ওয়েব বা WhatsApp ডেস্কটপ খুলুন।
আপনাকে পাঠানো নিশ্চিতকরণ কোডটি দেখতে "Facebook এর Portal" এর সাথে একক চ্যাট খুলুন।
আপনার Portal-এ গিয়ে নিশ্চিতকরণ কোডটি লিখুন, এরপর হয়ে গেছে > সরিয়ে দিন-এ ট্যাপ করুন বা বেছে নিন।