আপনার WhatsApp অ্যাকাউন্ট শুধুমাত্র একটি ডিভাইসে একটি নাম্বার দিয়েই যাচাই করা যাবে। যদি আপনার কোন ২টি SIM সহ ফোন থাকে, তবে লক্ষ্য রাখবেন, WhatsApp এ যাচাইয়ের জন্য আপনাকে একটি নাম্বার নির্বাচন করতে হবে। ২টি ফোন নাম্বার দিয়ে একটি WhatsApp অ্যাকাউন্ট রাখার কোন উপায় নেই।
যদি আপনি আপনার WhatsApp অ্যাকাউন্ট ২টি ডিভাইসের মধ্যে ক্রমাগত বদলান, তবে একটি সময়ে আপনাকে অ্যাকাউন্ট পুনরায় যাচাই প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করা হতে পারে। অনুগ্রহ করে বারবার আপনার অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইস ও নাম্বারে পরিবর্তন করবেন না।