দুই ধাপে যাচাইকরণ হলো একটি ঐচ্ছিক বৈশিষ্ট্য যা আপনার WhatsApp অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা যোগ করে। আপনি WhatsApp-এ নিজের ফোন নম্বরের রেজিস্ট্রেশন সফলভাবে করার পর দুই ধাপে যাচাইকরণের স্ক্রিনটি দেখতে পাবেন। কীভাবে দুই ধাপে যাচাইকরণ চালু করতে হয় সেটি আপনি নিবন্ধটি পড়ে জানতে পারবেন।
আপনি দুই ধাপে যাচাইকরণ চালু করলে নিজের ইমেল আইডি প্রদানের বিকল্প পাবেন। এক্ষেত্রে আপনি যদি কখনও আপনার পিনটি ভুলে যান তাহলে WhatsApp আপনাকে রিসেটের লিঙ্কটি ইমেল করতে পারবে, যেটি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
আপনার পিন মনে রাখতে সাহায্য করার জন্য WhatsApp নির্দিষ্ট সময় পরপর আপনাকে আপনার পিন লিখতে বলবে। দুর্ভাগ্যবশত, দুই ধাপে যাচাইকরণ বৈশিষ্ট্যটি বন্ধ করা ছাড়া এটি বন্ধ করার কোনও বিকল্প নেই। দুই ধাপে যাচাইকরণের সেটিংস পরিচালনা সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
দ্রষ্টব্য: দুই ধাপে যাচাইকরণ পিনটি আপনার এসএমএস বা ফোন কলে পাওয়া ৬-ডিজিটের রেজিস্ট্রেশন কোড থেকে আলাদা। আপনি রেজিস্ট্রেশন সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
কীভাবে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন তা জানুন।