কেন আপনি WhatsApp এ মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না সেটির অন্যতম কারণ হলো দুর্বল ইন্টারনেট সংযোগ। কীভাবে সংযোগ সমস্যাগুলি সমাধান করতে হয় তা জানুন এখানে: Android | iPhone
আপনার ফোন ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকলে, নিচের কিছু কারণে হয়ত আপনার WhatsApp মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে সমস্যা হতে পারে:
আপনার ফোন রিস্টার্ট অথবা বন্ধ করে পুনরায় চালু করা প্রয়োজন।
আপনি যে পরিচিতিকে মেসেজ পাঠাচ্ছেন তিনি আপনার নম্বর ব্লক করেছেন। আরও তথ্যের জন্য এই নিবন্ধটি পড়ুন।
আপনি প্রাথমিক যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেননি। যাচাইকরণ সম্পর্কে জানুন এখানে: Android | iPhone।
যে পরিচিতির নম্বরে আপনি WhatsApp মেসেজ পাঠানোর চেষ্টা করছেন সেটি আপনার ফোনে ঠিকমতো সংরক্ষণ করা হয়নি। প্রতিটি নম্বরের সঠিক ফরম্যাট সম্পর্কে জানুন এখানে।