যদি কোনও ব্যক্তির ফোন নম্বর আপনার ফোনের ঠিকানা বইয়ে থাকে এবং তার ঠিকানা বইয়ে আপনার ফোন নম্বর থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র সেই সকল ব্যক্তিই আপনার স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন। এছাড়াও আপনি নিজের স্ট্যাটাস আপডেট আপনার সকল পরিচিতি বা শুধুমাত্র বেছে নেওয়া পরিচিতির সাথে শেয়ার করতে পারবেন। ডিফল্ট হিসেবে, আপনার স্ট্যাটাস আপডেট আপনার সকল পরিচিতির সাথে শেয়ার করা হয়।
আপনার স্ট্যাটাসের গোপনীয়তা পরিবর্তন করতে এগুলো করুন
স্ট্যাটাস ট্যাপ করুন।
Android: আরও বিকল্প > স্ট্যাটাসের গোপনীয়তা ট্যাপ করুন।
iPhone: গোপনীয়তা ট্যাপ করুন।
নিচের বিকল্পগুলি থেকে একটি বেছে নিন:
আমার স্ট্যাটাস: সকল পরিচিতি আপনার স্ট্যাটাস আপডেট দেখতে পারবেন।
এরা ছাড়া আমার পরিচিতি...: আপনার বেছে নেওয়া লোকজন ছাড়া অন্য সকল পরিচিতি আপনার স্ট্যাটাস আপডেট দেখতে পারবেন।
শুধুমাত্র এদের সাথে শেয়ার করুন…: শুধুমাত্র আপনার বেছে নেওয়া পরিচিতি আপনার স্ট্যাটাস আপডেট দেখতে পারবেন।
দ্রষ্টব্য:
আপনার গোপনীয়তা সেটিংসের পরিবর্তনগুলি আপনার আগে পাঠানো স্ট্যাটাস আপডেটের উপর প্রভাব ফেলবে না।
আপনি যদি 'পড়া হয়ে গেছে' বন্ধ করে থাকেন, তাহলে কে আপনার স্ট্যাটাস আপডেট দেখেছে তা আপনি দেখতে পারবেন না। যদি কোনও পরিচিতি 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রাখেন, তাহলে তারা আপনার স্ট্যাটাস আপডেট দেখলেও আপনি বুঝতে পারবেন না।
Facebook স্টোরি বা অন্য কোনও অ্যাপে স্ট্যাটাস আপডেট শেয়ার করা
আপনি নিজের স্ট্যাটাস আপডেট শেয়ার করলে আপনার স্ট্যাটাস আপডেটের কন্টেন্ট অন্য অ্যাপগুলির সাথে শেয়ার করা হবে। আপনার স্ট্যাটাস আপডেট শেয়ার করার সময় WhatsApp আপনার অ্যাকাউন্টের তথ্য Facebook বা অন্য কোনও অ্যাপে শেয়ার করবে না।
সংশ্লিষ্ট রিসোর্স
এখানে কীভাবে স্ট্যাটাস ব্যবহার করতে হয় তা জানুন: Android | iPhone
কীভাবে অন্য কোনও অ্যাপে WhatsApp-এর স্ট্যাটাস আপডেট শেয়ার করবেন তা জানতে এই নিবন্ধটি পড়ুন।