WhatsApp-এ কীভাবে নিরাপদ থাকবেন
আপনার এবং আপনার মেসেজের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাতে WhatsApp ব্যবহারের সময় নিরাপদে থাকেন সেজন্য আমরা কিছু টুল ও বৈশিষ্ট্য পরিকল্পনা করেছি, আমরা চাই আপনি সেগুলো সম্পর্কে জানুন।
আমাদের পরিষেবার শর্তাবলী
আমাদের পরিষেবার শর্তাবলীর মাধ্যমে আমরা আপনাকে WhatsApp-এ নিরাপদ থাকতে সাহায্য করি। আমাদের পরিষেবার শর্তাবলী কিছু অ্যাক্টিভিটি নিষিদ্ধ করে যার মধ্যে অন্তর্ভুক্ত (স্ট্যাটাস, প্রোফাইলের ফটো বা মেসেজে) এমন কন্টেন্ট শেয়ার করা যা বেআইনি, অশালীন, মানহানিকর, হুমকিমূলক, আতঙ্ক সৃষ্টিকারী, উৎপীড়ক, ঘৃণা বিস্তারকারী, বর্ণগত বা জাতিগতভাবে আক্রমণাত্মক অথবা অবৈধ আচরণকে উস্কানি বা উৎসাহ দেয় অথবা সঠিক নয় বা আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে। যদি আমরা নিশ্চিত হই যে কোনও ব্যবহারকারী আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করছে, তাহলে আমরা তাকে নিষিদ্ধ করব।
আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে এমন অ্যাক্টিভিটি সম্পর্কে আরও তথ্য বা উদাহরণের জন্য আমাদের পরিষেবার শর্তাবলী থেকে “আমাদের পরিষেবার গ্রহণযোগ্য ব্যবহার” বিভাগটি দেখুন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা সম্পর্কে আরও জানতে পারবেন।
আপনি কী শেয়ার করছেন সেই বিষয়ে সতর্ক থাকুন
আপনার WhatsApp-এর পরিচিতিদের সাথে কোনও কন্টেন্ট শেয়ার করার সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা চাইব আপনি সেই বিষয়টি ভালোভাবে ভেবে দেখুন। যে কন্টেন্ট পাঠাবেন সেটি অন্যদের দেখার মতো কিনা আগে তা ভেবে দেখুন।
আপনি WhatsApp-এ কারও সাথে চ্যাট, ফটো, ভিডিও, ফাইল বা ভয়েস মেসেজ শেয়ার করলে, সেই মেসেজের একটি কপি তার কাছেও থাকবে। তিনি চাইলে অন্য কাউকে সেই মেসেজ ফরোয়ার্ড বা শেয়ার করতে পারবেন। একবার দেখা যাবে এমন মিডিয়া বা মেসেজের বিষয়ে জানতে এই নিবন্ধটি পড়ুন।
WhatsApp মেসেজে নিজের লোকেশন শেয়ার করার জন্য আপনি WhatsApp-এর লোকেশন বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র আপনার বিশ্বস্ত লোকজনের সাথেই নিজের লোকেশন শেয়ার করবেন।
কীভাবে দায়িত্ব সহকারে WhatsApp ব্যবহার করবেন সে সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
নিরাপত্তা এবং সুরক্ষার বৈশিষ্ট্যগুলি
WhatsApp-এ আমরা কিছু প্রাথমিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছি যার মাধ্যমে আপনি নিজেকে নিরাপদ রাখতে আপনার প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
গোপনীয়তার সেটিংস
কারা আপনার তথ্য দেখতে পাবেন সেটি নিয়ন্ত্রণ করতে নিজের গোপনীয়তা সেটিংস অ্যাডজাস্ট করুন। আপনি আপনার 'শেষবার দেখেছেন', 'প্রোফাইলের ফটো', 'নিজের সম্পর্কে' অথবা 'স্ট্যাটাস' নিচের বিকল্প অনুসারে সেট করতে পারবেন:
- প্রত্যেকে: আপনার 'শেষবার দেখেছেন', 'প্রোফাইলের ফটো', 'নিজের সম্পর্কে' অথবা 'স্ট্যাটাস' WhatsApp-এর সকল ব্যবহারকারী দেখতে পাবেন।
- আমার পরিচিতি: আপনার 'শেষবার দেখেছেন', 'প্রোফাইলের ফটো', 'নিজের সম্পর্কে' অথবা 'স্ট্যাটাস' শুধুমাত্র আপনার ঠিকানা বইয়ের পরিচিতিরা দেখতে পাবেন।
- এরা ছাড়া বাকি পরিচিতি...: আপনার 'শেষবার দেখেছেন', 'প্রোফাইলের ফটো', 'নিজের সম্পর্কে' অথবা 'স্ট্যাটাস' বাদ দেওয়া পরিচিতি ছাড়া আপনার ঠিকানা বইয়ের বাকি পরিচিতি দেখতে পাবেন।
- কেউ না: আপনার 'শেষবার দেখেছেন', 'প্রোফাইলের ফটো', 'নিজের সম্পর্কে' অথবা 'স্ট্যাটাস' কেউ দেখতে পাবে না।
এই গোপনীয়তা সেটিংস সম্পর্কে জানুন: Android | iPhone
পড়া হয়ে গেছে
আপনি 'পড়া হয়ে গেছে' বন্ধ করেও রাখতে পারেন। আপনি 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রাখলে 'পড়া হয়ে গেছে' পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না। মনে রাখবেন, আপনি নিজের গোপনীয়তা সেটিংস থেকে বিকল্পটি বন্ধ করে রাখলেও 'পড়া হয়ে গেছে' সবসময় গ্রুপ চ্যাটের জন্য পাঠানো হয়। Android, iPhone বা KaiOS-এ 'পড়া হয়ে গেছে' সম্পর্কে আরও জানুন।
এই গোপনীয়তা সেটিংস সম্পর্কে জানুন: Android | iPhone
পরিচিতি এবং মেসেজ ব্লক করা অথবা সে বিষয়ে রিপোর্ট করা
আমরা চাই ক্ষতিকারক কন্টেন্ট এবং পরিচিতির বিষয়ে আপনি যাতে আমাদের কাছে রিপোর্ট করেন। আপনি WhatsApp-এ মেসেজ বা পরিচিতির বিষয়ে রিপোর্ট করে অথবা নির্দিষ্ট পরিচিতিকে ব্লক করে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনি কার সাথে যোগাযোগ রাখবেন। একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিও পেলে, আপনি মিডিয়া ভিউয়ার থেকে সরাসরি আমাদের রিপোর্ট করতে পারেন। আমাদের ব্লক এবং রিপোর্ট করার বৈশিষ্ট্য ব্যবহার করলে কী হবে এবং কীভাবে এটি করবেন তা জানতে এই নিবন্ধটি পড়ুন।
নিরাপত্তামূলক বাড়তি পদক্ষেপসমূহ
আপনি যদি মনে করেন যে আপনি বা অন্য কেউ বিপদের সম্মুখীন হচ্ছেন, তাহলে অনুগ্রহ করে স্থানীয় জরুরি পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
যদি বুঝতে পারেন কেউ নিজের ক্ষতি করতে চায় এবং আপনি যদি তার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে অনুগ্রহ করে স্থানীয় জরুরি পরিষেবা প্রদানকারী অথবা আত্মহত্যা প্রতিরোধ হটলাইনে যোগাযোগ করুন।
আপনি যদি এমন কোনও কন্টেন্ট পেয়ে থাকেন বা তার সম্মুখীন হন যার মধ্যে শিশু নির্যাতন ও শোষণমূলক চিত্র প্রকাশ পায়, তাহলে অনুগ্রহ করে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (NCMEC)-এ যোগাযোগ করুন। আপনি ব্যবহারকারীর সম্পর্কেও রিপোর্ট করতে পারবেন। এখান থেকে রিপোর্ট করা সম্পর্কে আরও জানুন। অনুগ্রহ করে আপনার রিপোর্টের মধ্যে কন্টেন্টের কোনও স্ক্রিনশট যোগ করবেন না।