মাঝে মাঝে, কোনও পরিচিতির পাঠানো মেসেজের পরিবর্তে উপরের মেসেজটি দেখানো হতে পারে। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের জন্য আপনাকে হয়ত কারোর মেসেজ আপনার ডিভাইসে ডেলিভার হওয়ার অপেক্ষা করতে হতে পারে কারণ আপনার মেসেজটি সঠিকভাবে এনক্রিপ্ট করতে তার ফোনটি অনলাইন হতে হবে। আপনি যার সাথে চ্যাট করছেন তিনি অথবা আপনি যদি সম্প্রতি WhatsApp আবার ইনস্টল করে থাকেন তাহলে এমন দেখাতে পারে।
এই প্রক্রিয়াটি দ্রুত করার জন্য যার সাথে কথা বলছেন তাকে ফোনে WhatsApp চালু করতে বলুন।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কিত আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের অনুমোদিত বিবৃতি এবং এই নিবন্ধটি পড়ুন।