কীভাবে গ্রুপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন
WhatsApp সবসময় এই অনুমতি দিয়ে এসেছে যে যাদের কাছে আপনার ফোন নম্বর আছে এমন যেকেউ আপনাকে মেসেজ পাঠাতে বা গ্রুপে যোগ করতে পারবে। কারও কাছে আপনার যোগাযোগের তথ্য থাকলে তিনি যেভাবে আপনাকে এসএমএস বা ইমেল পাঠাতে পারেন এটি ঠিক সেইরকম।
ডিফল্ট অনুযায়ী, আপনার গ্রুপের গোপনীয়তা সেটিংস প্রত্যেকে-তে সেট করা থাকে, তাই বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন আপনার পরিচিতির তালিকাতে না থাকলেও আপনি তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারবেন।
অতিরিক্ত গোপনীয়তার জন্য, এই ক্ষমতা প্রদান করা হয়েছে যেখানে আপনি নিজের WhatsApp সেটিংস অ্যাডজ্যাস্ট করে এটি ঠিক করতে পারবেন যে আপনাকে কারা গ্রুপে যোগ করতে পারবে।
দ্রষ্টব্য: গ্রুপের গোপনীয়তা সেটিংসের পরিবর্তন WhatsApp ওয়েব বা ডেস্কটপে করা যায় না, কিন্তু আপনার ফোনের সেটিংস WhatsApp ওয়েব এবং ডেস্কটপের সাথে সিঙ্ক করা থাকবে।
গ্রুপের গোপনীয়তা সেটিংসে পরিবর্তন করতে
- WhatsApp-এর সেটিংস-এ যান:
- Android: আরও বিকল্প
> সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > গ্রুপ-এ ট্যাপ করুন। - iPhone: সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > গ্রুপ-এ ট্যাপ করুন।
- KaiOS: বিকল্প > সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > গ্রুপ-এ চাপুন।
- Android: আরও বিকল্প
- নিচের বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিন:
- প্রত্যেকে: আপনার ফোনের ঠিকানা বইয়ের পরিচিতির বাইরের লোকজনসহ প্রত্যেকে আপনার অনুমতি ছাড়াই আপনাকে গ্রুপে যোগ করতে পারবেন।
- আমার পরিচিতি: শুধুমাত্র আপনার ফোনের ঠিকানা বইয়ে থাকা পরিচিতিরাই অনুমতি ছাড়াই আপনাকে গ্রুপে যোগ করতে পারবেন। আপনার ফোনের ঠিকানা বইয়ে নেই এমন কোনও গ্রুপ অ্যাডমিন আপনাকে গ্রুপে যোগ করতে চাইলে, তিনি আপনাকে 'যোগ করতে পারবেন না'- লেখা একটি পপ-আপ পাবেন ও তাকে অনুরোধ জানানো হবে গ্রুপে আমন্ত্রণ জানান বা চালিয়ে যান ট্যাপ করে পাঠান বোতামটি ট্যাপ করতে যাতে তিনি একক চ্যাটের মাধ্যমে গ্রুপের আমন্ত্রণ ব্যক্তিগতভাবে পাঠাতে পারেন। আমন্ত্রণ পাওয়ার তিন দিনের মধ্যে আপনাকে সেটি গ্রহণ করতে হবে।
- এরা ছাড়া বাকি পরিচিতি...: আপনার ফোনের ঠিকানা বইয়ের পরিচিতিদের মধ্যে আপনি যাদের বাদ দিয়েছেন শুধুমাত্র তাদের ছাড়া অন্যরা আপনার অনুমতি ছাড়াই আপনাকে গ্রুপে যোগ করতে পারবেন। এরা ছাড়া বাকি পরিচিতি... বেছে নেওয়ার পর আপনি বাদ দেওয়ার জন্য পরিচিতি খুঁজে বা বেছে নিতে পারবেন। আপনি বাদ দিয়েছেন এমন কোনও অ্যাডমিন যদি আপনাকে গ্রুপে যোগ করতে চায়, তাহলে তিনি আপনাকে 'যোগ করতে পারবেন না'- লেখা একটি পপ-আপ পাবেন ও তাকে অনুরোধ করা হবে গ্রুপে আমন্ত্রণ জানান-এ ট্যাপ করে পাঠান বোতামটি ট্যাপ করতে যাতে তিনি একক চ্যাটের মাধ্যমে গ্রুপের আমন্ত্রণ ব্যক্তিগতভাবে পাঠাতে পারেন। আমন্ত্রণ পাওয়ার তিন দিনের মধ্যে আপনাকে সেটি গ্রহণ করতে হবে।
- অনুরোধ জানানোর পর, হয়ে গেছে বিকল্পতে ট্যাপ করুন বা ঠিক আছে চাপুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
কীভাবে পরিচিতিকে ব্লক বা আনব্লক করবেন: Android | iPhone | KaiOS