আপনাকে কেও ব্লক করেছে কিনা বুঝার কয়েকটি উপায় আছে:
- চ্যাট উইন্ডোতে আপনি আর পরিচিতির শেষ দেখা বা অনলাইন তথ্য দেখতে পাবেন না। আরও জানুন এখানে। *পরিচিতির প্রোফাইল ফটোর আপডেট দেখতে পাবেন না। *যেই পরিচিতি আপনাকে ব্লক করেছে তাকে পাঠানো সব মেসেজে একটি চেক চেহ্ন দেখা যাবে (মেসেজ পাঠানো হয়েছে), এবং কখনই দ্বিতীয় চেক চিহ্নটি দেখা যাবে না (মেসেজ ডেলিভারি হয়েছে) চেক চিহ্ন সম্পর্কে আরও তথ্যের জন্য এই আর্টিকেলটি পড়ুন। *তাকে কল করতে চাইলে কল যাবে না।
উপরের সবগুলো বৈশিষ্ট্য যদি আপনি দেখতে পান, তবে সম্ভবত ওই ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছে। তবে অন্যান্য সম্ভবনাও আছে। আমরা এই ব্যাপারটা ইচ্ছা করেই অস্পষ্ট রেখেছি যেন আপনি কাওকে ব্লক করলে আপনার গোপনীয়তা বজায় থাকে। এজন্য আমরা আপনাকে জানাতে পারব না কেও আপনাকে ব্লক করেছে কিনা।
কিভাবে কাওকে ব্লক করতে হয় জানতে: Android | iPhone