সাপোর্ট করা হয় না এমন অ্যাপ সম্পর্কে
সাপোর্ট করা হয় না এমন অ্যাপ হলো WhatsApp-এর পরিবর্তিত ভার্সন, অর্থাৎ এগুলি থার্ড-পার্টি তৈরি করেছে এবং আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে। WhatsApp এই ধরনের থার্ড-পার্টি অ্যাপ সাপোর্ট করে না কারণ আমরা সেগুলোর নিরাপত্তা পদ্ধতি যাচাই করতে পারি না।
সাপোর্ট করা হয় না এমন অ্যাপ ব্যবহার করলে আপনার গোপনীয়তা, সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ঝুঁকি থাকে। এগুলির সাথে WhatsApp-এর কোনও সংশ্লিষ্টতা নেই এবং সেইজন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার শর্তাধীন নয়। অফিশিয়াল নয় এমন অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত মেসেজ ও ডেটা, যেমন আপনার লোকেশন পাঠাতে এবং ফাইল বা লিঙ্ক গ্রহণ করতে বিশেষ ঝুঁকি থাকে।
আপনি যদি অফিসিয়াল WhatsApp অ্যাপের পরিবর্তে WhatsApp-এর এমন ভার্সন ব্যবহার করেন যেগুলো সাপোর্ট করা হয় না, তাহলে আপনার কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। আপনি আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
কীভাবে অফিসিয়াল WhatsApp অ্যাপে পরিবর্তন করতে হয়
আমাদের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার আগে আপনাকে আমরা পূর্ববর্তী চ্যাট সেভ করে রাখার পরামর্শ দিই। কীভাবে Android বা iPhone-এ নিজের পূর্ববর্তী চ্যাট সেভ করে রাখবেন সে সম্পর্কে জানুন। অনুগ্রহ করে মনে রাখবেন পূর্ববর্তী চ্যাটের ট্রান্সফার যে সফলভাবে সম্পন্ন হবে সেটির বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি না কারণ WhatsApp শুধু অফিসিয়াল অ্যাপ সাপোর্ট করে।
আপনার তথ্য ব্যাক-আপ নিয়ে রাখার পর WhatsApp বা WhatsApp Business অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটটি দেখতে পারেন এবং আপনার ফোন নম্বরটি আবার রেজিস্টার করতে পারেন। কীভাবে Android, iPhone এবং KaiOS-এ রেজিস্টার করবেন তা জানুন।
সংশ্লিষ্ট রিসোর্স
- কীভাবে দায়িত্বশীলভাবে WhatsApp ব্যবহার করবেন
- কীভাবে ব্যাক-আপ রাখবেন: Android | iPhone
- কীভাবে রেজিস্টার করবেন: Android | iPhone | KaiOS
- অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া সম্পর্কে
- সাময়িকভাবে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট সম্পর্কে