মেসেজ সম্প্রচারের জন্য যা প্রয়োজন
ব্রডকাস্টের তালিকা বৈশিষ্ট্যটি আপনাকে অনেকগুলো পরিচিতিকে একবারে মেসেজ অথবা মিডিয়া পাঠাতে দেয়। সম্প্রচার করা মেসেজগুলো একক মেসেজর মতই আসবে।
সম্প্রচার মেসেজর জন্য যা প্রয়োজন:
- নিশ্চিত করুন ব্রডকাস্টের তালিকায় থাকা পরিচিতি তার ঠিকানা বইয়ে আপনার নাম্বার সংরক্ষণ করে রেখেছে।
- সর্বোচ্চ কতগুলো ব্রডকাস্টের তালিকা তৈরি করতে পারবেন সে সম্পর্কে কোন বাধ্যবাধকতা নেই।
- প্রতিটি ব্রডকাস্টের তালিকায় সর্বোচ্চ ২৫৬ জন পরিচিতি থাকতে পারবে।
এই মেসেজগুলোর ঠিকমতো ডেলিভারি নিশ্চিত করতে আমরা সুপারিশ করব আপনি একবারে বেশি মেসেজ পাঠাবেন না।