WhatsApp-এর পেমেন্ট বৈশিষ্ট্যটি সাপোর্ট করে এমন দেশ সম্পর্কে আরও জানুন
WhatsApp-এর পেমেন্ট বৈশিষ্ট্যটি কিছু সংখ্যক দেশ ও নির্দিষ্ট ডিভাইসে পাওয়া যাচ্ছে। আপনি নিচের এইসব দেশে বন্ধুবান্ধব, পরিবার এবং ভবিষ্যতে বিজনেসকেও WhatsApp-এর মাধ্যমে টাকা পাঠাতে ও পেতে পারবেন:
- ভারত
- ব্রাজিল
Novi একটি ডিজিটাল ওয়ালেট যার মাধ্যমে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে আপনাকে কখনই নিজের WhatsApp চ্যাট থেকে বেরতে হবে না। নিচের দেশগুলিতে WhatsApp-এ Novi উপলভ্য আছে:
- মার্কিন যুক্তরাষ্ট্র
এই পেমেন্ট বৈশিষ্ট্যটি অন্যান্য দেশে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। নতুন উপলভ্যতার বিষয়ে জানতে পরে আবার দেখুন।