গ্রুপের অ্যাডমিনকে কীভাবে ব্লক করবেন
এই সময়, কোনও গ্রুপকে ব্লক করা সম্ভব নয়। যদিও আপনি এই গ্রুপ থেকে বেরিয়ে গ্রুপের অ্যাডমিনকে ব্লক করে দিতে পারেন।
Android, iPhone এবং KaiOS ডিভাইসে গ্রুপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করার মাধ্যমে কারা আপনাকে গ্রুপে যোগ করতে পারবে সেটি ঠিক করতে পারবেন।
আপনার ফোনের ঠিকানা বইয়ে সেভ না থাকা নম্বরের অ্যাডমিনকে ব্লক করুন
- WhatsApp এর গ্রুপ চ্যাট খুলে গ্রুপের নামে ট্যাপ বা ক্লিক করুন।
- আপনি যে অ্যাডমিনকে ব্লক করতে চান তার ফোন নম্বরে ট্যাপ বা ক্লিক করুন।
- অনুরোধ করলে {phone number}-এ মেসেজ পাঠান বা মেসেজ পাঠান বিকল্পে ক্লিক করুন।
- অ্যাডমিনের সাথে একটি খালি চ্যাট খুলে যাবে। স্ক্রিনের উপরে থাকা ফোন নম্বরটিতে ট্যাপ বা ক্লিক করুন।
- ব্লক করুন > ব্লক করুন বিকল্পে ট্যাপ বা ক্লিক করুন।
আপনার ফোনের ঠিকানা বইয়ে নম্বর সেভ করা আছে এমন অ্যাডমিনকে ব্লক করতে
Android
- WhatsApp > খুলুন এবং আরও বিকল্প
> সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > ব্লক করা পরিচিতি বিকল্পে ট্যাপ করুন। -এ ট্যাপ করুন।- পরিচিতির তালিকা থেকে অ্যাডমিনের নামে ট্যাপ করুন।
iPhone
- WhatsApp > সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > ব্লক করা হয়েছে বিকল্পে যান।
- নতুন যোগ করুন... বিকল্পে ট্যাপ করুন।
- পরিচিতির তালিকা থেকে অ্যাডমিনের নামে ট্যাপ করুন।
KaiOS
- WhatsApp > খুলে বিকল্প > সেটিংস > ঠিক আছে বিকল্পে চাপুন।
- অ্যাকাউন্ট > গোপনীয়তা > খুলুন বিকল্প বেছে নিন।
- ব্লক করা হয়েছে > নতুন যোগ করুন... বিকল্প বেছে নিন।
- পরিচিতির তালিকা থেকে অ্যাডমিনের নাম বেছে নিন
- ব্লক করুন-এ চাপুন।
ওয়েব এবং ডেস্কটপ
- WhatsApp-এ আপনার চ্যাট তালিকার ওপরে মেনু (
অথবা ) -এ ক্লিক করুন। - সেটিংস > ব্লক করা হয়েছে বিকল্পে ক্লিক করুন।
- ব্লক করা পরিচিতিকে যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
- অ্যাডমিনের নাম খুঁজে তাতে ক্লিক করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে গ্রুপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন
- পরিচিতিকে কীভাবে ব্লক বা আনব্লক করবেন: Android | iPhone | KaiOS