কীভাবে WhatsApp Business অ্যাপ আপডেট করবেন
আপনি আপনার ডিভাইসের অ্যাপ স্টোর থেকে WhatsApp Business অ্যাপটি আপডেট করতে পারবেন। আমরা সবসময়ই আপনাকে WhatsApp-এর সাম্প্রতিক সংস্করণটিকে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করি। সাম্প্রতিক সংস্করণে সবচেয়ে নতুন ফিচার রয়েছে এবং ত্রুটির সমাধান করা হয়েছে।
Android
Google Play Store-এ WhatsApp Business অ্যাপটিকে খোঁজার পর আপডেট করুন-এ ট্যাপ করুন।
iPhone
Apple App Store-এ WhatsApp Business অ্যাপটিকে খোঁজার পর আপডেট করুন-এ ট্যাপ করুন।