iPhone: ডিভাইস লিঙ্ক করুন > ঠিক আছে ট্যাপ করুন। iOS 14 এবং তার উপরে হলে আনলক করতে Touch ID অথবা Face ID ব্যবহার করুন।
এই ডিভাইসে লগ-ইন থাকার জন্য আপনার কম্পিউটারে বা Portal-এর QR স্ক্রিনে আমাকে সাইন-ইন করে রাখুন-এর পাশের চেকবক্সটি বেছে নিন।
আপনার ফোন ব্যবহার করে নিজের কম্পিউটার বা Portal-এ QR কোড স্ক্যান করুন।
নির্দেশ দেওয়া হলে, হয়ে গেছে-তে ট্যাপ করুন বা বেছে নিন।
দ্রষ্টব্য: আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম সেখানে স্টোর হওয়া বায়োমেট্রিক্স ব্যবহার করে প্রমাণীকরণ পরিচালনা করে। আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেমের স্টোর করা বায়োমেট্রিক্স তথ্যে WhatsApp অ্যাক্সেস করতে পারে না।
লগ-আউট করুন
আপনি নিজের ফোন, কম্পিউটার, অথবা Portal ডিভাইস থেকে WhatsApp ওয়েব বা WhatsApp ডেস্কটপ থেকে লগ-আউট করতে পারবেন।
নিজের ফোন বা কম্পিউটার থেকে লগ-আউট করুন
WhatsApp ওয়েব অথবা WhatsApp ডেস্কটপ খুলুন।
আপনার চ্যাট তালিকার উপরে থাকা মেনু ( বা ) > লগ-আউট করুন-এ ক্লিক করুন।