WhatsApp Messenger থেকে WhatsApp Business-এ যাওয়া সম্পর্কে
WhatsApp Business হলো বিনামূল্যে ডাউনলোড করা যায় এমন অ্যাপ যা ক্ষুদ্র বিজনেসের মালিকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিজনেসে ভিত্তিক বৈশিষ্ট্যগুলি যেমন বিজনেস প্রোফাইল ও আগে থেকে সেট করা মেসেজিং, এগুলোর সাহায্যে খুব সহজেই গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা যায় এবং আপনার বিজনেসকে প্রমোট করা যায়। এছাড়াও, এটি WhatsApp Messenger-এর মতই লাগে এবং তেমনি কাজ করে।
বর্তমানে যেসকল বিজনেস WhatsApp Messenger ব্যবহার করছেন তারা শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে WhatsApp Business-এ পরিবর্তন করতে পারবেন। আপনি WhatsApp Business-এ নিজের নম্বর যাচাই করার পর আপনার সকল মিডিয়া (যেমন: পছন্দের স্টিকার, ওয়ালপেপার), চ্যাটের পছন্দসমূহ (যেমন: মিউট করা চ্যাট, চ্যাটের রিংটোন) এবং পূর্ববর্তী চ্যাট WhatsApp Messenger থেকে অনায়াসে WhatsApp Business-এ সরাতে পারবেন।
দ্রষ্টব্য: এই মুহূর্তে, WhatsApp Business থেকে আপনার সকল তথ্য আবার WhatsApp Messenger এ সরানো যাবে না। যদি আপনি আবার WhatsApp Messenger-এ ফিরে যেতে চান, তাহলে WhatsApp Business ব্যবহারের সময় তৈরি করা নিজের চ্যাট ও মিডিয়ার পাশাপাশি বিজনেসের বৈশিষ্ট্যগুলিও হারিয়ে ফেলবেন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে WhatsApp Messenger থেকে WhatsApp Business-এ যাবেন: Android | iPhone
- WhatsApp Business অ্যাপ সম্পর্কে