লিঙ্ক করা ডিভাইস সম্পর্কে
ওয়েব, ডেস্কটপ এবং অন্যান্য ডিভাইসে WhatsApp ব্যবহার করতে সেগুলো আপনার ফোনের সাথে লিঙ্ক করুন। আপনি একসাথে সর্বাধিক চারটি লিঙ্ক করা ডিভাইস এবং একটি ফোন ব্যবহার করতে পারবেন।
আপনার ব্যক্তিগত মেসেজ, মিডিয়া এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। প্রতিটি লিঙ্ক করা ডিভাইস WhatsApp-এ স্বাধীনভাবে কানেক্ট হয় এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সেই একই স্তরের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখে, ঠিক যেমন WhatsApp ব্যবহারকারীরা আশা করে থাকেন।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে এই নিবন্ধ থেকে আরও জানুন। আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ, প্রসেস ও শেয়ার করি সেই বিষয়ে তথ্যের জন্য, অনুগ্রহ করে WhatsApp-এর গোপনীয়তা নীতি দেখুন।
দ্রষ্টব্য:
- লিঙ্ক করা ডিভাইসে WhatsApp ব্যবহার করার জন্য আপনার ফোন অনলাইনে রাখার প্রয়োজন নেই, তবে আপনি যদি ১৪ দিনের অধিক সময় ধরে নিজের ফোনটি ব্যবহার না করেন তাহলে আপনার লিঙ্ক করা ডিভাইস লগ-আউট হয়ে যাবে।
- আপনাকে নিজের ফোন নম্বর দিয়ে WhatsApp অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এবং নতুন ডিভাইস লিঙ্ক করতে হবে।
যে বৈশিষ্ট্য সাপোর্ট করবে না
নিচে দেওয়া বৈশিষ্ট্য বর্তমানে সাপোর্ট করা হচ্ছে না:
- আপনার প্রাইমারি ডিভাইসটি iPhone হলে লিঙ্ক করা ডিভাইসে চ্যাট বাদ দেওয়া বা মুছে ফেলা।
- ফোনে WhatsApp-এর অনেক পুরনো ভার্সন ব্যবহার করছেন এমন ব্যবহারকারীকে মেসেজ পাঠানো বা কল করা।
- লিঙ্ক করা ডিভাইসে লাইভ লোকেশন দেখা।
- লিঙ্ক করা ডিভাইসে ব্রডকাস্টের তালিকা তৈরি করা এবং দেখা।
- WhatsApp ওয়েব থেকে লিঙ্কের প্রিভিউ সহ মেসেজ পাঠানো।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে ডিভাইস লিঙ্ক করবেন
- লিঙ্ক করা ডিভাইসে পূর্ববর্তী মেসেজ সম্পর্কে
- WhatsApp ওয়েব এবং ডেস্কটপের আপডেট সম্পর্কে
- কীভাবে লগ-ইন অথবা লগ-আউট করবেন