কীভাবে আপনার WhatsApp-এর QR কোড দেখবেন
আপনার WhatsApp-এর QR কোড দেখুন
Android
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প
> সেটিংস ট্যাপ করুন। - আপনার নামের পাশে দেখানো QR আইকনটি ট্যাপ করুন।
iPhone
- WhatsApp খুলে সেটিংস এ যান।
- আপনার নামের পাশে দেখানো QR আইকনটি ট্যাপ করুন।
এছাড়াও আপনি iPhone 6s ও এর পরবর্তী ভার্সনের জন্য আপনার হোম স্ক্রিনে WhatsApp আইকনটি ট্যাপ করে ধরে রাখতে পারেন। এরপর, 'দ্রুত পদক্ষেপ' মেনুতে আমার QR কোড ট্যাপ করুন।