পরিচিতির প্রোফাইলের তথ্য দেখা যাচ্ছে না
গোপনীয়তার সেটিংস ব্যবহার করে আপনি নিজের 'শেষবার দেখেছেন', প্রোফাইলের ফটো, 'নিজের সম্পর্কে', স্ট্যাটাস অথবা 'পড়া হয়ে গেছে' লুকাতে পারবেন। আপনি হয়ত কোনও পরিচিতির তথ্য দেখতে পাচ্ছেন না কারণ তার গোপনীয়তার সেটিংস সেইভাবে সেট করা আছে।
আপনি যদি অন্য পরিচিতির 'শেষবার দেখেছেন', প্রোফাইলের ফটো, 'নিজের সম্পর্কে', স্ট্যাটাস অথবা 'পড়া হয়ে গেছে' দেখতে না পান, তাহলে এটি নিচের কোনও একটি কারণে হতে পারে:
- হয়ত সাময়িকভাবে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা হয়েছে।
- হয়ত আপনি বা ব্যবহারকারী 'শেষবার দেখেছেন' অথবা 'প্রোফাইলের ফটো' এর জন্য নিজের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করেছেন।
- হয়ত আপনি এবং ব্যবহারকারী দুজনকেই আবার নিজের পরিচিতিতে সিঙ্ক করতে হবে।
- হয়ত সেই পরিচিতি আপনাকে ব্লক করেছেন।