WhatsApp-এ Facebook শপ কীভাবে দেখবেন
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি আপনার কাছে এখনও উপলভ্য নাও হতে পারে।
WhatsApp থেকে না বেরিয়ে গ্রাহকরা যাতে Facebook শপে থাকা প্রোডাক্ট এবং পরিষেবা সহজেই দেখতে পারেন সেইজন্য WhatsApp, বিজনেসকে Facebook শপ এর সাথে তাদের WhatsApp Business অ্যাকাউন্ট লিঙ্ক করতে দেয়।
যেসব বিজনেস নিজের অ্যাকাউন্ট Facebook শপে লিঙ্ক করেছেন চ্যাটে তাদের নামের পাশে একটি শপিং ব্যাগের আইকন দেখা যাবে।
WhatsApp-এ Facebook শপ দেখুন
- যে বিজনেসের শপ আপনি দেখতে চান সেটির চ্যাট খুলুন।
- নামের পাশে থাকা শপিং ব্যাগ আইকনটি ট্যাপ করুন।
- এতে WhatsApp-এ বিজনেসটির Facebook শপ খুলে যাবে। এখান থেকে, নির্দিষ্ট আইটেম দেখতে সার্চ বার ব্যবহার করুন বা বিজনেসের অফার করা সব প্রোডাক্ট এবং পরিষেবা দেখতে শপে স্ক্রোল করুন।