WhatsApp এর ক্লিক করে চ্যাট করুন বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি নিজের ঠিকানা বইয়ে পরিচিতির নম্বর সেভ করা না থাকলেও তার সাথে চ্যাট করতে পারবেন। আপনার কাছে যদি সেই ব্যক্তির ফোন নম্বর থাকে এবং তার WhatsApp অ্যাকাউন্ট চালু থাকে, তাহলে আপনি একটি লিঙ্ক তৈরি করে তার সাথে চ্যাট শুরু করতে পারবেন। লিঙ্কে ক্লিক করলেই, সেই ব্যক্তির সাথে স্বয়ংক্রিয়ভাবে একটি চ্যাট খুলবে। আপনার ফোন এবং WhatsApp Web দুটিতেই ক্লিক করে চ্যাট করুন কাজ করবে।
<number> আন্তর্জাতিক ফর্ম্যাটে লেখা পূর্ণ ফোন নম্বর হলে https://wa.me/<number> ব্যবহার করুন। আন্তর্জাতিক ফর্ম্যাটে ফোন নম্বর যোগ করার সময় শূন্য, ব্র্যাকেট অথবা ড্যাশ থাকলে সেগুলো বাদ দিন।
উদাহরণ:
ব্যবহার করুন: https://wa.me/1XXXXXXXXXX
ব্যবহার করবেন না: https://wa.me/+001-(XXX)XXXXXXX
আগে থেকে লেখা মেসেজটি চ্যাটের টেক্সট ফিল্ডে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। https://wa.me/whatsappphonenumber?text=urlencodedtext ব্যবহার করুন, যেখানে আন্তর্জাতিক ফর্ম্যাটে whatsappphonenumber একটি সম্পূর্ণ ফোন নম্বর হিসেবে লেখা থাকবে এবং urlencodedtext যেখানে আগে থেকে লেখা মেসেজে URL-এনকোড করা থাকবে।
যেমন: https://wa.me/1XXXXXXXXXX?text=I'm%20interested%20in%20your%20car%20for%20sale
আগে থেকে লেখা মেসেজের একটি লিঙ্ক তৈরি করতে, https://wa.me/?text=urlencodedtext ব্যবহার করুন
যেমন: https://wa.me/?text=I'm%20inquiring%20about%20the%20apartment%20listing`
লিঙ্কে ক্লিক করার পর, আপনি নিজের মেসেজ পাঠাতে পারবেন এমন পরিচিতির তালিকা আপনাকে দেখানো হবে।
কীভাবে আন্তর্জাতিক পরিচিতির ফোন নম্বর যোগ করা যায়