বিজনেসের সাথে চ্যাট করার সময় কীভাবে শপিং করবেন
কিছু বিজনেস তার গ্রাহকদের সাথে চ্যাট করার সময় বেছে নেওয়া আইটেমের তালিকা তাদের সাথে শেয়ার করেন, যাতে আপনি যে আইটেম খুঁজছেন তা দ্রুত এবং সহজে পেতে পারেন।
বিজনেসের সাথে চ্যাট করার সময় শপিং করুন
- WhatsApp খুলুন।
- চ্যাট ট্যাবে যান >বিজনেসের সাথে চ্যাটে ট্যাপ করুন।
- আপনি যে আইটেমটি খুঁজছেন মেসেজ লিখে সেটি বিজনেসকে জানান। পাঠান
ট্যাপ করুন। - বিজনেসটি এই তালিকা ব্যবহার করলে, আপনার অনুরোধের সাথে মেলে এমন বেছে নেওয়া সর্বাধিক ৩০টি আইটেমের একটি তালিকা ক্যাটালগে শেয়ার করতে পারবে।
- তালিকাটি ট্যাপ করুন। এরপর, প্রোডাক্টের বিবরণ দেখার জন্য কোনও প্রোডাক্টে ট্যাপ করুন। বিশেষ কোনও বিষয়ে বিজনেসকে মেসেজ পাঠাতে বিজনেসকে মেসেজ করুন-এ ট্যাপ করুন।
- আপনি অর্ডার করতে চান এমন আইটেম খুঁজে পেলে, কার্টে যোগ করুন-এ ট্যাপ করুন।
- দ্রষ্টব্য: একই ধরনের একাধিক আইটেম অর্ডার করতে, আপনি যে পরিমাণ অর্ডার করতে চান সেই সংখ্যায় পৌঁছানো পর্যন্ত বারবার কার্টে যোগ করুন বিকল্পটি ট্যাপ করুন।
- আপনি অর্ডার করার জন্য প্রস্তুত থাকলে কার্ট দেখুন-এ ট্যাপ করুন।
- আপনি কার্টের সাথে সংক্ষিপ্ত বিবরণ পাঠাতে চাইলে মেসেজ যোগ করুন-এ ট্যাপ করুন। এরপর,পাঠান
ট্যাপ করুন।
বিজনেস আপনার কার্টের অর্ডার পেলে আপনার পেমেন্ট বিকল্প নিয়ে তারা আলোচনা করবে।