কোনও ব্যবসাকে Facebook শপ থেকে WhatsApp-এ কীভাবে মেসেজ পাঠাবেন
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি আপনার কাছে এখনও উপলভ্য নাও হতে পারে।
আপনি কোনও ব্যবসার Facebook শপ দেখার সময় মেসেজ বোতামটি দেখতে পাবেন, সেটি ব্যবহার করে সম্প্রতি দেখেছেন এমন প্রোডাক্ট সম্পর্কে ব্যবসার সাথে কথোপকথন শুরু করতে পারবেন।
ব্যবসার Facebook শপ থেকে WhatsApp Business-এ মেসেজ পাঠান
- শপের প্রোডাক্ট পেজে গিয়ে মেসেজ-এ ট্যাপ করুন। এরপর, WhatsApp খুলবে এবং WhatsApp Business অ্যাকাউন্টের সাথে চ্যাট শুরু হবে।
- আপনাকে কথোপকথন শুরু করার বিষয়ে সাহায্য করতে একটি মেসেজের টেমপ্লেট টেক্সট ফিল্ডে দেখা যাবে। আপনি চাইলে এই টেমপ্লেটটি নিজের মত করে এডিট করতে পারবেন। আপনি শপে যে প্রোডাক্টের পেজটি দেখছিলেন সেটির লিঙ্ক নিজের মেসেজ সাথে অ্যাটাচ করতে পারবেন।
বা -এ ট্যাপ করুন।
প্রোডাক্টের পেজ বা শপ সরাসরি WhatsApp-এ দেখার জন্য ব্যবসাকে পাঠানো আপনার মেসেজের সাথে অ্যাটাচ করা লিঙ্কটি ট্যাপ করুন। কীভাবে WhatsApp-এ শপের প্রোডাক্ট পেজের লিঙ্ক শেয়ার করা ও দেখা যায় জানতে এই নিবন্ধটি দেখুন।
দ্রষ্টব্য: এই ধাপ সেই সকল শপের জন্য প্রযোজ্য যারা প্রাথমিক যোগাযোগের পদ্ধতি হিসেবে WhatsApp-কে বেছে নিয়েছে।