কোনও গ্রুপে কারোর নাম কীভাবে উল্লেখ করবেন
আপনার গ্রুপের কোনও ব্যক্তিকে মেসেজে উল্লেখ করতে প্রথমে “@” চিহ্ন লিখুন এবং এরপর তার নাম বেছে নিন। আপনি কারও নাম উল্লেখ করলে সেই পরিচিতিকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে যে কেউ তার নাম উল্লেখ করে মেসেজ পাঠিয়েছেন।
দ্রষ্টব্য: গ্রুপে কোনও পরিচিতির নাম উল্লেখ করা হলে, সেই পরিচিতি গ্রুপের বিজ্ঞপ্তি মিউট রাখলেও তা পাবেন, যদি না তিনি আপনার একক চ্যাটও মিউট করে রাখেন।
আপনি কোনও গ্রুপ অনেকদিন না খুলে থাকলে, গ্রুপের নিচের কোণায় "@" বোতাম ট্যাপ করে আপনাকে উল্লেখ করা হয়েছে অথবা উত্তর দেওয়া হয়েছে এমন মেসেজ দ্রুত দেখতে পারবেন।