WhatsApp-এ আপনি মেসেজের ভিতরে টেক্সট ফর্ম্যাট করতে পারবেন। মনে রাখবেন, এই বৈশিষ্ট্যটি বন্ধ করার কোন বিকল্প নেই।
আপনার মেসেজ ইটালিক করতে, টেক্সটের উভয় পাশে আন্ডারস্কোর দিন:
_টেক্সট_
আপনার মেসেজ বোল্ড করতে, টেক্সটের উভয় পাশে স্টার চিহ্ন দিন:
*টেক্সট*
আপনার মেসেজে টেক্সটের মাঝামাঝি দাগ দিতে টেক্সটের উভয় পাশে টিল্ডা চিহ্ন অর্থাৎ ঢেউয়ের মত চিহ্নটি দিন:
~টেক্সট~
আপনার মেসেজ মনোস্পেস করতে টেক্সটের উভয় পাশে তিনটি করে ব্যাকটিক দিন:
```টেক্সট```
দ্রষ্টব্য:
এছাড়াও, আপনি Android ও iPhone এর শর্টকাট ব্যবহার করতে পারেন।
Android: টেক্সট ফিল্ডে যে টেক্সটটি লিখছেন সেটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর বোল্ড, ইটালিক বা আরও
iPhone: টেক্সট ফিল্ডে যে টেক্সটটি লিখছেন সেটি ট্যাপ করুন, এরপর নির্বাচন করুন বা সব নির্বাচন করুন > B_I_U এ যান। এরপর, বোল্ড, ইটালিক, টেক্সটের মাঝামাঝি দাগ বা মনোস্পেস বেছে নিন।