কীভাবে ফরোয়ার্ড করা WhatsApp মেসেজ সম্পর্কে ইন্টারনেটে খোঁজ করা যায়
আপনি যদি এমন মেসেজ পান যেটি একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্য ব্যবহারকারীর কাছে অনেকবার ফরোয়ার্ড করা হয়েছে, আপনি WhatsApp চ্যাটের ভিতরেই সেই মেসেজ সংক্রান্ত তথ্য জানতে ইন্টারনেটে খোঁজা শুরু করতে পারবেন। এই ধরনের মেসেজ ডবল তীর চিহ্ন আইকনসহ
দ্রষ্টব্য: আপনি যদি ইন্টারনেটে কোনও মেসেজের কন্টেন্ট খুঁজে দেখতে চান, তাহলে আপনি এই ফিচারটির মাধ্যমে WhatsApp-এ শেয়ার না করে Google-এ সরাসরি মেসেজের কন্টেন্ট আপলোড করতে পারবেন। Google এর পরিষেবার শর্তাবলী ও গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে।
- ফরোয়ার্ড করা মেসেজের পাশে থাকা খুঁজুন
ট্যাপ করুন। - ইন্টারনেটে দেখুন ট্যাপ করুন।
- এই খোঁজ আপনাকে ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে যেখানে সেই ফলাফল Google-এ দেখা যাবে।
এই সম্পর্কিত রিসোর্স:
কতগুলি মেসেজ ফরোয়ার্ড করা যাবে সেই সম্পর্কে