'একবার দেখা যাবে' সম্পর্কে
আরও গোপনীয়তার জন্য আপনি এখন এমন ফটো ও ভিডিও পাঠাতে পারবেন যেগুলি প্রাপক একবার দেখার পর তাদের WhatsApp চ্যাট থেকে চলে যাবে। 'একবার দেখুন' বৈশিষ্ট্যটি ব্যবহার করতে, অনুগ্রহ করে আপনার ডিভাইসের জন্য উপলভ্য WhatsApp-এর লেটেস্ট ভার্সনে আপডেট করুন।
- প্রাপকের ফটো বা গ্যালারি-তে মিডিয়া সেভ হবে না।
- একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিও পাঠানোর পর আপনি সেটি আবার দেখতে পারবেন না।
- 'একবার দেখা যাবে এমন মিডিয়া' বিকল্পটি চালু রেখে কোনও ফটো বা ভিডিও পাঠালে বা গ্রহণ করলে আপনি সেগুলি ফরোয়ার্ড করতে, সেভ করতে, স্টার চিহ্নিত করতে বা শেয়ার করতে পারবেন না।
- যদি প্রাপক 'পড়া হয়ে গেছে' বিকল্পটি চালু করে রাখেন, শুধুমাত্র তাহলেই আপনি দেখতে পাবেন যে প্রাপক একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিও দেখেছেন কিনা।
- ফটো বা ভিডিও পাঠানোর ১৪ দিনের মধ্যে না খুললে চ্যাট থেকে মিডিয়ার মেয়াদ শেষ হয়ে যাবে।
- একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিও পাঠাতে চাইলে আপনাকে অবশ্যই প্রত্যেকবার 'একবার দেখা যাবে এমন মিডিয়া' বিকল্পটি বেছে নিতে হবে।
- ব্যাক-আপের সময় মেসেজটি তখনও খোলা না হয়ে থাকলে 'একবার দেখা যাবে এমন মিডিয়া' ব্যাক-আপ থেকে পুনরুদ্ধার করা যেতে পারে। ফটো বা ভিডিওটি আগেই দেখা হয়ে গিয়ে থাকলে, ব্যাক-আপ নেওয়ার সময় মিডিয়া অন্তর্ভুক্ত হবে না এবং পুনরুদ্ধার করা যাবে না।
দ্রষ্টব্য:
- 'একবার দেখা যাবে এমন মিডিয়া' চালু রেখে শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তিদের ফটো বা ভিডিও পাঠান। কারণ, যেকেউ নিচের এগুলো করতে পারে:
- কোনও মিডিয়া চলে যাওয়ার আগে সেটির স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে। কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করলে আপনাকে জানানো হবে না।
- যেকেউ মিডিয়া চলে যাওয়ার আগে ক্যামেরা বা অন্য ডিভাইস দিয়ে ফটো বা ভিডিও তুলে রাখতে পারে।
- আপনি পাঠানোর পর এনক্রিপ্টেড মিডিয়া WhatsApp-এর সার্ভারে কয়েক সপ্তাহের জন্য স্টোর করা হতে পারে।
- যদি প্রাপক 'একবার দেখা যাবে এমন মিডিয়ার' বিষয়ে রিপোর্ট করতে চান, তাহলে মিডিয়াটি WhatsApp-কে প্রদান করা হবে। WhatsApp-এ মেসেজের বিষয়ে রিপোর্ট করা সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
'একবার দেখা যাবে এমন মিডিয়া' কীভাবে পাঠাতে এবং খুলতে হয়: Android | iPhone | KaiOS | ওয়েব এবং ডেস্কটপ